এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার সকাল ৯টার দিকে শুরু হয় ম্যাচটি।
এশিয়ার সেরা হওয়ার লড়াইয়ের শুরুটা বাংলাদেশ করেছিল দুর্দান্ত জয় দিয়ে। থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে টিম টাইগ্রেস।
অপরদিকে পাকিস্তানেরও শুরুটা হয় জয় দিয়ে। দলটি মালদ্বীপকে ৯ উইকেটে হারিয়েছে নিজেদের প্রথম ম্যাচে। দুই দলের সামনেই লক্ষ্য জয়ের ধারা বজায় রাখা।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে রেকর্ডে এগিয়ে পাকিস্তান। দুই দলের মুখোমুখি দেখায় শেষ পাঁচবারই জিতেছে তারা।
সব মিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে ১ জয় বাংলাদেশের, তবে সাম্প্রতিক পরিসংখ্যান এগিয়ে রাখছে বাংলাদেশকে।
নিজেদের শেষ ৫ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অপরদিকে পাকিস্তানের অর্জন কেবল এক জয়।
জয়ের ধারা ধরে রাখার মিশনে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছেন টাইগ্রেসরা। একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ পেইসার জাহানারা আলমের। তার পরিবর্তে জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার লতা মন্ডল।
বাংলাদেশ একাদশ: ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সোবহানা মোস্তারি, শামিমা সুলতানা, রিতু মণি, সালমা খাতুন, নাহিদ আক্তার, সোহেলি আক্তার, সানজিদা আক্তার মেঘলা ও লতা মন্ডল।