নারী এশিয়া কাপে দুই ফেভারিট বাংলাদেশ ও ভারত টুর্নামেন্ট শুরু করেছে অনায়াস জয়ে। তাদের ধারাবাহিকতা ধরে রেখেছে অন্য দুই ফেভারিট শ্রীলঙ্কা ও পাকিস্তান।
রোববার টুর্নামেন্টের দ্বিতীয় দিন সংযুক্ত আরব আমিরাতকে বৃষ্টি আইনে হারিয়েছে শ্রীলঙ্কা। আর দিনের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
সিলেট স্টেডিয়ামের গ্রাউন্ড টুতে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান আসে হারশিতা সামারাউইক্রামার ব্যাট থেকে।
এর সঙ্গে নিলাক্সী সিলভার ১৯ ও আনুশকা সাঞ্জিওয়ানির ১৭ রানের সাহায্যে দলীয় সংগ্রহ ১০০ ছাড়ায় লঙ্কানরা। বাকি ব্যাটাররা দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
আরব আমিরাতের পক্ষে মাহিকা গউর ২১ রানে আর ভৈষ্ণাভি মাহেশ ১৫ রানে ৩টি করে উইকেট নেন।
১১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি আমিরাত। শুরু থেকে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ১০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ফেলে মধ্যপ্রাচ্যের দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন ওপেনার থির্তা সাতিশ। লঙ্কানদের পক্ষে ২টি করে উইকেট নেন কাভিশা দিলহারি ও ইনোকা রানাভিরা।
১১তম ওভার শেষে আমিরাতের সংগ্রহ ছিল ৫৪। এরপর বৃষ্টির কারণে আর মাঠে খেলা গড়ানো সম্ভব না হলে বৃষ্টি আইনে ১১ রানের জয় পায় শ্রীলঙ্কা।
দিনের প্রথম ম্যাচে, আগে ব্যাট করা মালয়েশিয়াকে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৫৭ রানের বেশি করতে দেয়নি পাকিস্তান। ওমাইমা সোহেল ১৯ রানে ৩টি ও টুবা হাসান ১৩ রানে ২ উইকেট নিয়ে মালয়েশিয়াকে অল্প রানে বেঁধে রাখেন।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুনিবা আলি ও সিদরা আমিনের ব্যাটে ভালো শুরু করে পাকিস্তান। আমিন ৩১ করে আউট হলেও ২১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুনিবা।
৯ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।