মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্যারিসে ঘরের ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষ দিকে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে পিএসজি। তবে বদলি নেমে কিলিয়ান এমবাপের গোলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রিস্তোফ গলতিয়ের দল।
নিসকে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল চ্যাম্পিয়নরা।
প্যারিসে ঘরের মাঠে শনিবার রাতে নিসের বিপক্ষে ২-১ গোলে জয় পায় মেসি-নেইমার বাহিনী। এ দুই তারকার সঙ্গে এই ম্যাচে শুরুতে সুযোগ পাননি এমবাপে।
ম্যাচের শুরুতে মেসির গোলের এগিয়ে যায় পিএসজি। ২৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার শট জালে জড়ালে লিড নেয় প্যারিসিয়ানরা। মেসি নিজে ফাউলের শিকার হলে ফ্রি-কিকটি পায় পিএসজি।
গত মৌসুমে পিএসজিতে যোগ দিয়ে লিগ ওয়ানে ২৬ ম্যাচে মেসি করেন ৬ গোল, তবে চলতি মৌসুমে সাতবারের ব্যালন ডর জয়ী এ তারকা ৯ ম্যাচেই করেছেন ৫ গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ৭টি গোল করেছেন তিনি।
৩৭তম মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় পিএসজি, তবে নেইমার তা কাজে লাগাতে পারেননি। ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায় বল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যেই সমতায় ফিরে নিস। ফরাসি ফরোয়ার্ড লাবোর্দের গোলে স্কোরলাইন হয় ১-১।
৫৯তম মিনিটে একিতিকেকে তুলে এমবাপেকে মাঠে নামান পিএসজি কোচ গলতিয়ে। স্কোরলাইন সমতায় ফিরলে একপর্যায়ে মনে হচ্ছিল পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবেন না মেসি-এমবাপেরা।
শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে জয়সূচক গোলটি করেন ফরাসি তারকা এমবাপে।
বক্সে স্বদেশি ডিফেন্ডার নর্দি মুকিয়েলের পাসে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এ ফরোয়ার্ড। ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে নিস।