টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ২২ অক্টোবর। এর আগে ১৬ অক্টোবর থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের বাছাইপর্ব। এবারের আসরে বাংলাদেশ সরাসরি খেলবে মূল পর্বে।
বিশ্বকাপ ও ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুক্রবার দেশ ছেড়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেদিনই বিশ্বকাপের জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার রাতে একটি ট্রেইলার পোস্ট দিয়ে এই জার্সি উন্মোচন করে বোর্ড।
এবারের জার্সির থিমে প্রাধান্য পেয়েছে ঐতিহ্যবাহী জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। গাঢ় সবুজ রঙের সঙ্গে ব্যবহার করা হয়েছে টকটকে লাল রং। রয়েছে জলছাপ। বুকের বাম দিকে বিসিবি ও ডানে বিশ্বকাপের লোগো। বুকের নিচে সাদা রঙে বাংলাদশ লেখা।
বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটির আনুষ্ঠানিকতা।
সিরিজ শেষ করে সরাসরি বিশ্বকাপের বিমানে চড়বে বাংলাদেশ। এবারের আসরে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও বাছাইপর্ব থেকে উঠে আসা দুটি দল।
মূল পর্বের খেলার আগে আফগানিস্তান ও সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
২৪ অক্টোবর বাছাইপর্ব থেকে আসা দলের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপের লড়াই।