বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাল সকাল ৬টায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের জন্য শঙ্কার খবর এই ম্যাচে নাও খেলতে পারেন লিওনেল মেসি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বুধবারের ম্যাচে মেসির খেলার সম্ভাবনা কম। শারীরিকভাবে সুস্থ নন আর্জেন্টিনার অধিনায়ক। দলের একাধিক সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে মেসি ঠান্ডা জ্বরে ভুগছেন।
প্রীতি ম্যাচ হওয়ায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দলের সেরা তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। মেসির জায়গায় আক্রমণভাগে সুযোগ পেতে পারেন উঠতি তারকা হুলিয়ান আলভারেস।
জ্যামাইকার বিপক্ষে শুধু মেসিই নন, একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন স্কালোনি। দলের নিয়মিত রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস ও মারকোস আকুনিয়া বিশ্রাম পেতে পারেন। তাদের জায়গায় খেলবেন গিদো রদ্রিগেস, আলেক্সিস ম্যাক্যালিস্টার ও নিকোলাস তালিয়াফিকো।
এছাড়া আগের ম্যাচে বিশ্রাম পাওয়া এমিলিয়ানো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও ক্রিশ্চিয়ান রোমেরো সুযোগ পেতে পারেন একাদশে।
আমেরিকার নিউজার্সির রেড বুল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ম্যাচ। এরপর মেসিদের ফিরতে হবে ইউরোপীয় ফুটবলের নিয়মিত খেলায়।