ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরপর দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হলেও তৃতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব। সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ৩৭ রানের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন।
প্রথম দুই ম্যাচের ব্যর্থতা কাটিয়ে এবার ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও দারুণ দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের ‘পোস্টার বয়’। গায়ানার হয়ে নিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ৩৫ রানের সঙ্গে ২০ রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। আর ফিল্ডিংয়ে সরাসরি থ্রোতে রান আউট করেন একটি। দিনের সাকিবময় খেলায় ম্যাচসেরার পুরস্কারটাও পান তিনি।
ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৬ রানে গুটিয়ে যায় ত্রিনবাগো নাইট রাইডারস।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে সাকিবের গায়ানা। রহমানউল্লাহ গুরবাজের ঝোড়ো ইনিংসে বড় পুঁজি দাঁড় করায় গায়ানা। তিনি ৪২ বলে ছয়টি চার ও ১ ছয়ে ৬০ রান করেন।
দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করেন সাকিব। ২৫ বলে ৩৫ রান আসে তার ব্যাট থেকে। এ যাত্রায় তিনি চারটি চার ও একটি ছয়ের মার মারেন।
এ ছাড়া দলটির পক্ষে অধিনায়ক শিমরন হেটমায়ার ২৩ ও ওডেন স্মিথ করেন ২২ রান।
ত্রিনবাগোর হয়ে ৪ ওভারে ২৩ রান খরচায় দুই উইকেট নেন সুনিল নারিন ।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করে ত্রিনবাগো। ওপেনিং জুটিতে ৩২ রান করলেও সাকিবদের বোলিং তোপে লক্ষ্যে পোঁছাতে পারেনি দলটি।
নিয়মিত উইকেট হারাতে থেকে শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয় কাইরন পোলার্ডের দল।
সাকিব দলটিতে যোগ দেয়ার পর টানা তিন ম্যাচে জয় পেল গায়ানা। এতে করে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।