সাফ শিরোপাজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ট্রফি উঁচিয়ে নিজ জেলা সাতক্ষীরার শহরে ঘুরে বেড়িয়েছেন। বাংলাদেশের জন্য বয়ে আনা অনন্য অর্জনকে তুলে ধরেছেন, কুড়িয়েছেন অভিবাদন।
সাতক্ষীরার সবুজবাগে সাবিনার বাড়ি। শুক্রবার ভোরে তিনি বাড়ি পৌঁছান। বেলা ১১টার দিকে ট্রফি নিয়ে ছাদখোলা গাড়িতে করে শহর প্রদক্ষিণে বের হন।
সাতক্ষীরা সার্কিট হাউস থেকে শুরু করে নিউমার্কেট, সঙ্গীতা মোড় হয়ে টাউন স্পোর্টিং ক্লাব, পুরাতন সাতক্ষীরা, কলেজ মোড় ঘুরে নিউমার্কেট মোড়ে এসে থামে তাকে বহন করা গাড়িটি। পুরো সময়টা জুড়ে রাস্তায় রাস্তায় হাজারও লোক করতালি ও অভিনন্দনে সাবিনাকে বরণ করে নেয়।
সাবিনা বলেন, ‘বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসির প্রতি উৎসর্গ করেছি। বাবা বেঁচে থাকলে তিনি আজ সবচেয়ে বেশি খুশি হতেন। আমার প্রয়াত শিক্ষাগুরু আকবর আলীর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করতে পারছি। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনসহ (বাফুফে) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাবলিল সহযোগিতা আমাদেরকে উদ্দীপ্ত করেছে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিয়ে থাকেন। তিনি আমাদের সব সময় প্রেরণা দিচ্ছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
‘আগামীতে আমরা প্রধানমন্ত্রীর প্রেরণা ও দেশবাসির ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ।’