বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিপিএলের দ্বিতীয় ম্যাচে ২ উইকেট শিকার সাকিবের

  •    
  • ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১৬

সেন্ট লুসিয়া জুকস ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৯৪ রানের পুঁজি দাঁড় করায় লুসিয়া কিংস। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের গায়ানা।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পরপর ২ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও তিনি আউট হন শূন্য রান করে।

বল হাতে ২ উইকেট নেন সাকিব। তার দল পেয়েছে টানা দ্বিতীয় জয়।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়ার ম্যাচে সেন্ট লুসিয়া কিংস ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৯৪ রানের পুঁজি দাঁড় করায় লুসিয়া কিংস। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিবের গায়ানা।

লিগের প্রথম ৬ ম্যাচ ১টিতে জয় পাওয়ার পর সেরা একাদশে সাকিব যোগ দিলে ২ ম্যাচে জয় পায় ওয়ারিয়র্স।

গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সেন্ট লুসিয়া প্রথম ওভারেই হারায় ওপেনার মার্ক ডেয়ালকে। তবে নিরোশান ডিকভেলাকে নিয়ে দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়েন ডু প্লেসি।

ডু প্লেসির ৫৯ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংসের সঙ্গে ৩২ বলে ৩৬ রান করেন ডিকভেলা। ১০ টি চার ৬টি ছক্কায় ১০৩ রান করেন ডু প্লেসি। এই দুই জনের জুটিতে আসে ৪৬ বলে ৯২।

৩৮ বছর বয়সী সাউথ আফ্রিকান ডু প্লেসির টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ শতরান এটি। প্রথম বিদেশি ব্যাটার হিসেবে সিপিএলে তিনিই একের বেশি সেঞ্চুরি করেছেন।

ম্যাচের ১৫তম ওভারে সাকিব পান ম্যাচে তার প্রথম উইকেটের দেখা। ১ রানে স্টাম্পড করে অ্যাডাম হোসকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। নিজের শেষ ওভারে ডেভিড ভিসে সাকিবের বলে পরপর দুই বলে দুই ছক্কা মেরে আউট হন।

১৪ রান দিয়ে ওই ওভার থেকে তার প্রাপ্তি ১ উইকেট। সব মিলিয়ে ৪ ওভার বল করে ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব।

শেষ দিকে রোস্টন চেইস ৭ বলে ১৭ রান করে সেন্ট লুসিয়াকে ১৯৪ রানের পুঁজি দাঁড় করাতে সহায়তা করেন।

জবাবে শুরুটা দারুণ করে গায়ানা। দুই ওপেনার ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ ও চন্দ্রপাল হেমরাজ মিলে ৭ ওভারে তুলে নেন ৮১ রান। হেমরাজ আউট হন ২০ বলে ২৯ করে ও ৭ চার ও ২ ছক্কায় করেন ২৬ বলে ৫২ গুরবাজ।

নবম ওভারে গুরবাজ ও সাকিবকে পরপর দুই বলে ফেরান অফ স্পিনার মার্ক ডেয়াল।

টানা ২ উইকেট হারানোর ধাক্কা গায়ানা সামলে নেয় শেই হোপ ও শিমরন হেটমায়ারের ব্যাটে। ২৮ বলে ৩৬ করেন অধিনায়ক হেটমায়ার। ৫ ছক্কায় ৩০ বলে ৫৯ করে অপরাজিত থাকেন হোপ।

এ বিভাগের আরো খবর