বাংলাদেশের জন্য সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে এনেছে নারী ফুটবল দল। এই জয়ে শেরপুরে বিজয় মিছিল করেছে একদল তরুণ।
পৌরশহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে জড়ো হন খোয়ারপাড় শাপলা চত্ত্বর স্পোর্টিং ক্লাবের সদস্যরা। সেখান থেকে মিছিল নিয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করেন তারা।
এ সংগঠনের সদস্য তাজউদ্দিন দিপু বলেন, ‘আমাদের মেয়েরা দারুণ খেলেছে। আমরা চাই সব ধরনের খেলায় জয় আনুক দেশের খেলোয়াড়রা। আর প্রতিটা জায়গায় আমাদের সাফল্য এনে দিক। খেলার মাধ্যমেই দেশকে এগিয়ে নেয়া যায়।’
বিজয় মিছিলে যোগ দেয়া রকিবুল হাসান পাপুল বলেন, ‘বাংলাদেশের মেয়েরা এবার দুর্দান্ত জয় পেয়েছে। আমাদের মেয়েরা সাফ জয় করে প্রমাণ করেছে, আমরাই সেরা।’
‘আমাদের মেয়েদের জয় মানে আমাদের জয়। আমরা এ জয়ের জন্য আজ আনন্দ মিছিল করছি’- মিছিলে হই-হুল্লোড়ে মেতে ওঠা মাহিম মিয়া এভাবেই জানালেন নিজের অনুভূতি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো নতুন চ্যাম্পিয়ন পেয়েছে দক্ষিণ এশিয়া। ফাইনালে নেপালকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।