বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইপর্ব শুরু সালমাদের

  •    
  • ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০

আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়েছে সালমা-রুমানারা। আগে ব্যাট করে, ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১২৯ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। আবু ধাবিতে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারায় সালমা-রুমানারা। আগে ব্যাট করে, ৪ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১২৯ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে মুরশিদা খাতুনের উইকেট হারায় বাংলাদেশ। ৫ম ওভারের দ্বিতীয় বলে ১৬ রান করে বিদায় নেন এ ওপেনার।

দ্বিতীয় উইকেটে শামীমা সুলতানা ও নিগার সুলতানার ব্যাটে বড় স্কোরের ভিত্তি পায় টাইগ্রেসরা। দুই জনে যোগ করেন ৬২ রান।

৪০ বলে ৪৮ রান করে শামীমার বিদায়ে ভাঙে এ জুটি। অন্যপ্রান্তে, হাফ সেঞ্চুরি তুলে নেন নিগার। ৫৩ বলে ১ ছক্কা ১০টি চারে ৬৭ রান করে ইনিংসের শেষ বলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। আয়ারল্যান্ডকে ১৪৪ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

রান তাড়ায় নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে আইরিশরা। সানজিদা মেঘলা ও অভিজ্ঞ সালমা খাতুনের ঘূর্ণিতে টিকতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে আয়ারল্যান্ড।

এইমিয়ার রিচার্ডসন ও এমি হান্টার চেষ্টা করেন লড়াইয়ের। কিন্তু দুইজনই রান আউটের শিকার হয়ে বিদায় নেন।

হান্টার ৩৩ ও রিচার্ডসন সর্বোচ্চ ৪০ রান করে দলের পক্ষে। ১৯.৪ ওভারে ১২৯ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।বাংলাদেশের হয়ে সালমা ১৯ রানে ৩টি আর মেঘলা ২৬ রানে ২ উইকেট নেন। আগামীকাল রাত ৯টায় একই ভেন্যুতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর