এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকার কারণে ফাইনাল খেলা হয়নি ভারতের। হট ফেভারিটের তকমা নিয়ে এশিয়া কাপ মিশন শুরু করলেও শেষ পর্যন্ত বেশি দূর এগোতে পারেনি অধিনায়ক রোহিত শর্মার দল।তবে শ্রীলঙ্কার সাবেক গ্রেট মাহেলা জয়াওয়ার্দেনের বিশ্বাস আগামী বিশ্বকাপে ঘুড়ে দাঁড়াবে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এশিয়া কাপে ব্যর্থতার কারণে স্বাভাবিকভাবে ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরেছে বলে মনে করেন তিনি।
আইসিসি রিভিইতে রোববার দেয়া এক সাক্ষাৎকারে জয়াওয়ার্দেনে বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে আত্মবিশ্বাসের প্রয়োজন ভারতের। অলরাউন্ডার জাদেজাকে হারানো ভারতের জন্য বড় ধাক্কা। ভালো খবর হচ্ছে, পেসার জাসপ্রিত বুমরাহর ফেরা। সে সঙ্গে কোহলির রানে ফেরাটাও ভারতকে চিন্তামুক্ত রাখবে।’
তিনি যোগ করেন, ‘ভারতীয় দলের খেলার ধরন, স্কিল বা প্রতিভা নিয়ে কিছু বলার নেই। শুধু ৩ বিভাগে আরও আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে ধারাবাহিকতা খুব জরুরি। সঠিক সময়ে সেরা ক্রিকেট খেলাটাই মূলকথা। নিজেদের খেলাকে সেরা অবস্থায় নিয়ে যেতে পারলে বিশ্বকাপে ভালো করবে ভারত।’
এশিয়া কাপে বুমরাহকে দলে না পাওয়াটা ভারতের বাদ পড়ার বড় ফ্যাক্টর ছিল বলে মনে করেন জয়াওয়ার্দেনে।তিনি বলেন, ‘বুমরাহকে না পাওয়া ছিল বড় একটা ফ্যাক্টর। নতুন বলে ও শেষ দিকে দলের বড় শূন্যতা পূরণ করে সে। তার উপস্থিতি অস্ট্রেলিয়ায় দলের সমস্যা সমাধান করবে।’
একই সঙ্গে ভিরাট কোহলির ফর্মে ফেরা ভারতকে নিয়ে জয়াওয়ার্দেনেকে আশাবাদী করে তুলেছে।তিনি বলেন, ‘এশিয়া কাপে ভালো ব্যাট করেছে কোহলি। নিজের সামর্থ্য দেখিয়ে ফর্মে ফিরেছে।বিশ্বকাপে তাদের মত ক্রিকেটারদের ফর্মে থাকা দরকার এবং বিশ্বকাপেরও এটি প্রাপ্য। আশা করছি, অস্ট্রেলিয়ায় ভালো একটি বিশ্বকাপ হবে।’