ফুটবল দুনিয়ায় সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় লিওনেল মেসির নাম শুরুর দিকে আসে। ৭ বারের ব্যালন ডর জয়ী এই ফরোয়ার্ডকে নিয়ে এবার কথা বলেছেন তার সতীর্থ ক্রিস্টিয়ান রোমেরো।
২৪ বছর বয়সী আর্জেন্টাইন এ ডিফেন্ডার কোপা আমেরিকা ও ফিনালিসিমা জিতেছেন জাতীয় দলের হয়ে। প্রিমিয়ার লিগে গত মৌসুমে রোমেরো সেরা ডিফেন্ডারদের একজন ছিলেন। দারুণ পারফরম্যান্সে টটেনহ্যাম হটস্পার ও আর্জেন্টিনা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি।
স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসিকে অনন্য হিসেবে উল্লেখ করেন তিনি। পেশাদার ক্যারিয়ারে তার মতো সতীর্থ পাননি বলেও জানান রোমেরো।
তিনি বলেন, ‘মেসি আমার কাছে ভিন্ন মাপের খেলোয়াড়। তার মতো কাউকে আমি জীবনে দেখিনি। মাঠে তিনি যা করেন তা অবিশ্বাস্য। আমি মনে করি না তার কোনো তুলনা আছে। তার সঙ্গে খেলতে পারাটা দারুণ ব্যাপার।’
শুধু মেসিই নন, আরেক আর্জেন্টাইন সতীর্থ লিসান্দ্রো মার্তিনেসকেও প্রশংসায় ভাসিয়েছেন রোমেরো। আয়াক্স আমস্টার্ডাম ছেড়ে এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন মার্তিনেস। জাতীয় দলে নিজের সেন্টার ব্যাক পার্টনারকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা হিসেবে অবিহিত করেছেন রোমেরো।
তিনি বলেন, ‘আমার চোখে তারা প্রিমিয়ার লিগে সেরা। তারা দুজনই দারুণ ডিফেন্ডার।’