ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখেছে টটেনহ্যাম হটস্পার। শনিবার রাতে লেস্টারসিটিকে ৬-২ গোলে উড়িয়ে জয় পেয়েছে টটেনহ্যাম।
চলতি মৌসুমে ৯ ম্যাচে ৭ জয় ও দুই ড্র নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি।
ঘরের মাঠে শনিবার শুরু থেকেই দাপট দেখিয়েছে টটেনহ্যাম, তবে ম্যাচের শুরুতেই হোঁচট খায় তারা। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় টটেনহ্যামের ডেভিনসন সানচেজ ফাউল করেন লেস্টারের জেমস জাস্টিনকে। এতে লেস্টার সিটি পেনাল্টি পেলে সেই সুযোগ কাজে লাগান ইউরি তিলেমাস।
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ৮ মিনিটের মাথায় কর্ণার থেকে গোল পেয়ে সমতায় ফিরে টটেনহ্যাম।
এরপর ম্যাচের অষ্টম মিনিটে কর্ণার পায় দলটি। ডেজান কুলুসেভস্কির ক্রস থেকে গোল করেন ইংলিশ প্লেয়ার হ্যারি কেইন। কর্ণার থেকে গোল পেয়ে মিনিট দশেক পর আবারও কর্ণার পায় দলটি। এবার ইভান পেরিসিচের ক্রস থেকে গোল করেন এরিক ডায়ার। এতে করে ২-১ গোলে এগিয়ে যায় দলটি।
লিড বেশি সময় ধরে রাখতে পারেনি আন্তোনিও কন্তের শিষ্যরা। বিরতির কিছু সময় আগে টিমোথি কাস্টাগনের ক্রস থেকে বল পেয়ে জেমস ম্যাডিসনের গোলে সমতায় ফিরে লেস্টার সিটি। ২-২ সমতায় বিরতিতে যায় দল দুটি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেন টটেনহ্যাম। তাদের হয়ে নিজের প্রথম গোল করে দলকে ৩-২ গোলে এগিয়ে দেন রদ্রিগো বেনটাঙ্কুর। ৫৯ মিনিটে ম্যাচের রিচার্লিসনের বদলি হিসেবে সন হিউং মিনকে মাঠে নামান ম্যানেজার কন্তে।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি টটেনহ্যামকে। ৭৩, ৮৪ ও ৮৬ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সন।
এতে করে ৬-২ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কন্তের শিষ্যরা। এ জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে টটেনহ্যাম।