বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জিনিয়াস ফেডেরারকে শ্রদ্ধা মেসি ও টেন্ডুলকারের

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৩০

টেনিস গ্রেট সেরিনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, আর্জেন্টিনার ফুটবল গ্রেট লিওনেল মেসি ও ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ফেডেরারকে।

দীর্ঘ ২৪ বছরের টেনিস ক্যারিয়রের ইতি টেনেছেন রজার ফেডেরার। এ মাসের শেষ দিকে লন্ডনের লেভার কাপই হতে যাচ্ছে ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এ তারকার সবশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট।

কিংবদন্তি এই টেনিস তারকার অবসর ঘোষণার পর সাধারণ মানুষের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। আর্জেন্টিনার ফুটবল গ্রেট লিওনেল মেসি ও ভারতীয় ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ফেডেরারকে।

নিজের ইন্সটাগ্রাম ফেডেরারকে ‘জিনিয়াস’ আখ্যা দেন মেসি। আর টেনিসের অসংখ্য স্মৃতির জন্য টেন্ডুলকার ধন্যবাদ জানিয়েছেন সুইস কিংবদন্তিকে।

মেসি লিখেছেন, ‘একজন জিনিয়াস। টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য বড় এক উদাহরণ আপনি। জীবনের নতুন মঞ্চে আপনার জন্য অনেক শুভকামনা। আপনাকে টেনিস কোর্টে মিস করব রজার ফেডেরার।’

ক্রিকেট গ্রেট টেন্ডুলকার বরাবরই টেনিসের ভক্ত। ফেডেরারের সঙ্গে দেখাও হয়েছে তার বেশ কয়েকবার। প্রিয় তারকার বিদায়ে টুইটারে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

শচীন লেখেন, ‘কী দারুণ একটা ক্যারিয়ার। আপনি যেভাবে টেনিস খেলেন তার প্রেমে পড়েছি আমরা। ধীরে ধীরে, আপনার টেনিস একটি অভ্যাসে পরিণত হয়েছে। যে অভ্যাস কখনও ছেড়ে নেয় না। যেটি আমাদের জীবনের একটি অংশ হয়ে যায়। চমৎকার সব স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ।’

টেনিস জগতের দুই সর্বকালের সেরাও ফেডেরারের বিদায়ে শ্রদ্ধা জানিয়েছেন। নারী টেনিসের গ্রেট সেরিনা উইলিয়ামস ফেদেরারের বিদায়বেলায় শুভেচ্ছা জানিয়েছেন টুইটারে।

সেরিনা লেখেন, ‘সবসময়ই আপনাকে আদর্শ মেনেছি। আমাদের পথ অনেকটাই একরকম ছিল। আমাকেসহ লাখ লাখ মানুষকে আপনি অনুপ্রাণিত করেছেন। আমরা সেটা কখনই ভুলব না।’

ফেডেরারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি ও কাছের বন্ধু স্প্যানিশ টেনিস চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও বার্তা দিয়েছেন টুইটারে।

তিনি লেখেন, ‘প্রিয় রজার, আমার বন্ধু ও প্রতিদ্বন্দ্বি। এ দিনটি চলে আসবে সেটা ভাবিনি। কোর্ট ও কোর্টের বাইরে তোমার সঙ্গে এত স্মৃতি ও এতগুলো মুহূর্ত কাটানো শুধু আনন্দেরই না আমার জন্য অত্যন্ত সম্মানেরও।’

এ বিভাগের আরো খবর