বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লাল-সবুজে বিশ্বকাপ খেলবেন রোনালডোরা

  •    
  • ১৬ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৫

নতুন জার্সির হাতায় অল্প সবুজ রাখা হয়েছে। জার্সির ওপরের অংশ লাল ও নিচের অংশ সবুজ। এছাড়া হোম ম্যাচে রোনালডো, জোয়াও ফেলিক্সরা শর্টস পরবেন সবুজ।

কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। ফুটবলের মহাযুদ্ধ শুরুর ১ মাসের কিছু বেশি সময় থাকলেও শুরু হয়ে গেছে সমর্থকদের উন্মাদনা।

বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো শেষ মুহূর্তে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। ব্রাজিল-আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের জার্সি প্রকাশ করলেও বাকি ছিল ক্রিস্টিয়ানো রোনালডোদের জার্সি উন্মোচনের। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জার্সি উদ্বোধন করেছে পর্তুগাল।

জাতীয় ঐতিহ্য ধরে রেখে লাল-সবুজের আদলে তৈরি করা হয়েছে পর্তুগালের হোম জার্সি। মূল রঙ হিসেবে লাল ও সবুজকেই ব্যবহার করেছে পর্তুগিজরা। অর্থাৎ, আসন্ন কাতার বিশ্বকাপে যথারীতি লাল-সবুজ জার্সি পড়ে খেলবে রোনালডোর দল।

পর্তুগালের পতাকার মতো তাদের জার্সিতে লালের আধিক্য। সবুজ রং ব্যবহার করা হয় জার্সির কলারে ও হাতে। অনেক সময় তারা সবুজ শর্টস ব্যবহার করে।

কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্সিতে বেশ পরিবর্তন এনেছে দলটি। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক নাইকি এই জার্সির ডিজাইন করেছে।

নতুন জার্সির হাতায় অল্প সবুজ রাখা হয়েছে। জার্সির ওপরের অংশ লাল ও নিচের অংশ সবুজ। এছাড়া হোম ম্যাচে রোনালডো, জোয়াও ফেলিক্সরা শর্টস পরবেন সবুজ।

অ্যাওয়ে জার্সিতে বুকের একপাশে পর্তুগাল ফুটবল দলের লোগো। অন্য পাশে রাখা হয়েছে নাইকির লোগো। আর সাদা জার্সিতে লাল-সবুজের কাজ বুকের কাছে।

এ বিভাগের আরো খবর