ম্যানচেস্টার ইউনাইটেড চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে না বলে আগেই দল ছাড়তে চেয়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালডো। অন্য কোনো দল তাকে কিনতে আগ্রহ প্রকাশ না করলে শেষ পর্যন্ত মৌসুম শুরু করেন ইউনাইটেডের সঙ্গে।
এবারে ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে বড় অফার দিয়েছে সৌদি আরবের একটি ক্লাব। তবে এ দলবদল জানুয়ারির আগে সম্ভব নয়।
রোনালডো ও তার এজেন্টের চাওয়া যে করে হোক রোনালডোকে চ্যাম্পিয়নস লিগে ফেরানো। জানুয়ারির দলবদলের উইন্ডোতে চেলসির দিকে তাকিয়ে আছেন পর্তুগিজ জাতীয় দলের অধিনায়ক।
স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টবাইবেলের এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি ক্লাব রোনালডোকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে ক্লাবের নাম প্রকাশ করেনি সূত্রটি। এ প্রস্তাব ৫ বারের ব্যলন ডরজয়ী রোনালডো ভেবে দেখছেন।
এর আগে গত জুলাইয়ে, সৌদির আরেকটি ক্লাব রোনালডোকে কেনার অফার দিয়েছিল। ক্লাবটির অফার ছিল ৩ কোটি ইউরো। এর সঙ্গে ২ কোটি ইউরো এজেন্ট ফি ধরা হয়েছিল রোনালডোর এজেন্টের জন্যে।
রোনালডো ইউরোপ সেরা প্রতিযোগিতা ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে ১৪০টি গোল করেছেন। যা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ১৫টি বেশি। তবে প্যারিস সেন্ট জার্মেইয়ের সুপারস্টার রোনালডোর থেকে বয়সে দুই বছরের ছোট।