সামনের মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ পেইসার জাসপ্রিত বুমরাহ। দলে রাখা হয়েছে এশিয়া কাপ খেলা বাঁহাতি সিমার আর্শদিপ সিংকেও।
সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে নিজেদের স্কোয়াড ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অনুমিতভাবেই দলের অধিনায়ক থাকছেন রোহিত শর্মা আর সহ-অধিনায়ক কেএল রাহুল।
চোট কাটিয়ে দলে ফিরেছেন বুমরাহ। আর এশিয়া কাপে সমালোচনার মুখে থাকা আর্শদিপ সিংকে মূল স্কোয়াডে রেখেছে বোর্ড। স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরেক অভিজ্ঞ পেইসার মোহাম্মদ শামি। তার সঙ্গে আছেন শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই ও দিপক চাহার।
তবে মোহাম্মদ সামি ও চাহার বিশ্বকাপের আগে স্বাগতিক অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের মূল স্কোয়াডেও জায়গা পেয়েছেন।
আর্শদিপ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেই। আর হার্ডিক পান্ডিয়া ও ভুবনেশ্বরক কুমার খেলবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে।
চোটের কারণে বিশ্বকাপ খেলা হচ্ছে না অলরাউন্ডার রভিন্দ্র জাদেজার।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদভ, দিপক হুডা, রিশাভ পান্ট, দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, রভিচন্দ্রন আশউইন, ইয়ুজবেন্দ্র চাহাল, আক্সার পাটেল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল পাটেল ও আর্শদিপ সিং।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই ও দিপক চাহার।