বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩ বছর পর ইংল্যান্ড দলে হেইলস

  •    
  • ৮ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫০

ইংল্যান্ড দলে দারুণ ফর্মে থাকা ওপেনার ব্যাটার জনি বেয়ারস্টো চোটের কারণে দল থেকে বাদ পড়ায় খেলার পেলেন সু্যোগ ৩৩ বছর বয়সী এ ব্যাটার।

২০১৯ সালের নিশ্বকাপের আগে ইংল্যান্ড জাতীয় দল থেকে বাদ পড়েন ওপেনার অ্যালেক্স হেইলস। প্রায় ৩ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের জাতীয় দলে ডাক পেলেন এই তারকা ব্যাটার।

ইংল্যান্ড দলে দারুণ ফর্মে থাকা ওপেনার ব্যাটার জনি বেয়ারস্টো চোটের কারণে দল থেকে বাদ পড়ায় খেলার পেলেন সু্যোগ ৩৩ বছর বয়সী এ ব্যাটার।

২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন অভিজ্ঞ এই ব্যাটার। নিয়মিত ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন হেইলস। সবশেষ দ্য হানড্রেডে শিরোপাজয়ী ট্রেন্ট রকেটসের হয়ে ১৫২.৩৫ স্ট্রাইক রেটে ২৫৯ রান করেন তিনি।

সব ধরণের টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ১০ হাজার রান আছে হেইলসের। তার স্ট্রাইক রেট ১৪৭.৫৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০ ম্যাচ খেলে ১৩৬.৬৫ স্ট্রাইক রেটে ১২০৩ রান করেছেন তিনি।

বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এছাড়া বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৩টি টি-টোয়েন্টির সিরিজ খেলবে ইংলিশরা। সেখানে একাদশে ফিরতে পারেন হেইলস।

এ বিভাগের আরো খবর