বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হংকংকে ৪০ রানে হারিয়ে সুপার ফোরে ভারত

  •    
  • ৩১ আগস্ট, ২০২২ ২৩:৩৮

ভারতের দেয়া ১৯২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে হংকংয়ের ইনিংস।

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে শুরুতে সমানতালে লড়াই করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে হংকংকে। ভারতের দেয়া ১৯২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থামে হংকংয়ের ইনিংস। সে সুবাদে ভারত পায় ৪০ রানের জয়। একইসঙ্গে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করে সুপার ফোর।

রান তাড়া করতে নেমে শুরু থেকে ভারতকে চোখ রাঙানি দিচ্ছিল হংকং। যদিও ম্যাচের দ্বিতীয় ওভারে হোঁচট খেতে হয় তাদের। দলীয় ১২ রানে আর্শদিপের শিকার হয়ে ফেরেন ইয়াসিম মুর্তজা।

দ্রুত উইকেট পতন হলেও ভরডরহীন ক্রিকেট খেলতে থাকেন থাকেন বাবর হায়াত ও কিঞ্চিত শাহ। দলীয় ৭৪ রানে বাবর বিদায় নেন ৩৫ বলে ৪১ করে। আর কিঞ্চিত খেলেন ২৮ বলে ৩০ রানের ইনিংস।

এ দুইজনের ব্যাটে ভর করে ভারতের রান পাহাড় ডিঙ্গিয়ে যাওয়ার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত রান রেট ধরে রাখতে পারেনি হংকং।

শেষ দিকে জিসান আলির ১৭ বলে ২৬ ও স্কট ম্যাকেঞ্চির ৮ বলে ১৬ রানের সুবাদে পরাজয়ের ব্যবধানটাই কমেছে। সব মিলিয়ে ৫ উইকেট হারিয়ে ১৫২ রানে থেমে যায় হংকংয়ের ইনিংসের চাকা।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান হংকং দলপতি নিজাকাত খান। বল হাতে নেমে শুরু থেকেই আঁটসাঁট বোলিং করতে থাকেন হংকংয়ের বোলাররা।

পাওয়ার প্লেতে ৪৪ রান তুললেও বিনিময়ে ১৩ বলে ২১ করা রোহিত শর্মার উইকেট তুলে নেয় নবাগতরা। এরপর ভিরাট কোহলি ও লোকেশ রাহুলকে চেপে ধরে হংকং।

ম্যাচের ১৩ তম ওভারে লোকেশ রাহুল যখন ৩৯ বলে ৩৬ করে বিদায় নেন তখন ভারতের বোর্ডে স্কোর ৯৪ রান।

এরপর দুবাইয়ে ঝড় তোলেন সুরিয়াকুমার ইয়াদভ। খেলেন ২৬ বলে ৬৮ রানের টর্নেডো ইনিংস। সঙ্গী ভিরাট কোহলিও লম্বা সময় পর দেখা পান অর্ধশতকের।

এই দুই ব্যাটারের মারকুটে ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৯২ রানের পাহাড়সম পূঁজি পায় ভারত।

এ বিভাগের আরো খবর