কিছু সময়ের জন্য ফুটবল বিশ্বকে ভাবিয়ে তুলেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে টুইট করে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি, তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এ ধনকুবের জানিয়েছেন, ম্যানইউ কেনা নিয়ে যে টুইটটি তিনি করেছেন, তা আসলে রসিকতা।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে করা টুইটে বুধবার মাস্ক লেখেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড কিনছি। আপনাদের স্বাগতম।’
টুইটারে একজন ব্যবহারকারী মাস্কের কাছে জানতে চান, ম্যানইউ কেনার ব্যাপারে তিনি সত্যিই আগ্রহী কি না।
জবাবে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেখেন, ‘না, টুইটারে অনেকটা সময় ধরে চলতে থাকা একটি কৌতুক এটি। আমি কোনো ক্রীড়া দল কিনছি না।’
যুক্তরাজ্যের গ্লেজার পরিবারের মালিকানাধীন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর দেশটির সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলারে ক্লাবটি বিক্রি করতে প্রস্তুত গ্লেজাররা।
বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রেকর্ড ২০ বার ইংল্যান্ডের লিগগুলোতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনবার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা ইউরোপিয়ান কাপ জিতেছে ক্লাবটি।
গেল মৌসুমে একের পর এক ব্যর্থতা দেখেছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটি। চলতি মৌসুমের শুরুতে দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ম্যানইউ।
ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ষষ্ঠ স্থানে ছিল ক্লাবটি। ওই অবস্থানে মৌসুম শেষ করায় এবার তারা এই লিগে অংশ নিতে পারছে না। এ কারণে মালিকপক্ষ ও ভক্তদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।
ক্লাবটির অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালডো প্রিমিয়ার লিগ খেলতে নতুন ক্লাব খুঁজছিলেন, তবে শেষমেশ কোনো ক্লাব না পেয়ে রোনালডো চলতি মৌসুমে ম্যানইউতেই থেকে যান।