জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আগের দুই ম্যাচ হেরে ক্লিন সুইপ এড়ানোর লক্ষ্যে বুধবার দুপুর সোয়া ১টায় মাঠে নামছে লাল সবুজ জার্সিধারীরা।
শর্টার ফরম্যাটে ক্লিন সুইপের হাত থেকে রক্ষা পেলেও ওয়ানডেতে বাংলাদেশের স্মৃতিতে ভাসছে ২১ বছর আগের এক সিরিজ। ২০০১ সালের পর বাংলাদেশকে ক্লিন সুইপের শঙ্কা জাগিয়েছে জিম্বাবুয়ে।
ক্লিন সুইপ এড়াতে ভালো খেলার বিকল্প দেখছেন না টাইগার দলপতি তামিম ইকবাল। সেরা ক্রিকেট খেলে অন্তত একটি জয় বাগিয়ে নেয়ার লক্ষ্য টাইগার দলপতির।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। পেইসার এবাদত হোসেন একাদশে এসেছেন শরীফুল ইসলামের জায়গায়। জিম্বাবুয়ের একাদশে নেই উইকেটকিপার ও নিয়মিত অধিনায়ক রেগিস চাকাভবা। তার জায়গায় এসেছেন ক্লাইভ মাডানডে। অধিনায়কত্ব করবেন সিকান্দার রাজা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ : ক্লাইভ মাডানডে (উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা, টনি মুনিয়োঙা, টাকুডজানাওয়াশে কাইটানো, লুক জঙ্গওয়ে, ভিক্টর নিয়াউচি ও টাডিওয়ানাশে মারুমানি।