জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হারের পর নড়েচড়ে বসেছে বিসিবি। দেশের নিয়ন্ত্রক সংস্থা জিম্বাবুয়ে সফর শেষে হেড কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গে আলোচনায় বসবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের অপারেশনস প্রধান জালাল ইউনূস।
সোমবার সাংবাদিকদের ইউনূস বলেন বিসিবি হাথুরুসিংহের মতো আক্রমণাত্মক কোচ চাইছে। বর্তমান কোচ রাসেল ডমিঙ্গো দক্ষ কোচ হলেও তার মধ্যে আরও আগ্রাসীভাব দেখতে চায় বোর্ড।
ইউনুস বলেন, ‘তাদের কোচিংয়ের ধরণ আলাদা। কেউ কিছুটা আক্রমণাত্মক। কেউ আবার আক্রমণাত্মক হয় না। হাথুরুসিংহের কোচিং ছিল আক্রমণাত্মক। যেটা আমাদের দরকার।আমাদের যে সাপোর্ট স্টাফ, প্রধান কোচ, ব্যাটিং কোচ- তারা খুবই জ্ঞানী কোচ কিন্তু তেমন আক্রমণাত্মক না, যেটা আমরা চাই।’
জিম্বাবুয়ে সফর শেষে কোচদের দেশে ফিরে যাওয়ার কথা ছিল। নিজ দেশ থেকে এশিয়া কাপের ভেন্যুতে সরাসরি দলের সঙ্গে যোগ দেয়া পরিকল্পনা ছিল তাদের। কিন্তু জিম্বাবুয়ে সফর শেষে ও এশিয়া কাপের আগে বিসিবি কোচ ও সাপোর্ট স্টাফের সঙ্গে বসতে চায়।
একই সঙ্গে এশিয়া কাপের দলও গুছিয়ে ফেলেছে বিসিবি। অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছে বোর্ড। এ সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে দল।
ইউনূস বলেন, ‘একজনকে অধিনায়ক ধরেই এশিয়া কাপের পরিকল্পনা চলছে। ১-২ দিনের মধ্যেই অধিনায়কের নাম জেনে যাবেন। আমরা ইঞ্জুরির তালিকাটা দেখব। এরপর একসঙ্গে ঘোষণা করা হবে।
‘আমরা এশিয়া কাপে এমন একটা দল চাচ্ছি যেটা দিয়ে বিশ্বকাপের আগ পর্যন্ত চালিয়ে নেয়া যাবে। যে কারণে কিছুটা সময় নিচ্ছি।’