ইউরোপের ছেলেদের ফুটবলের পাশাপাশি গত ৫ বছরে দ্রুত উত্থান ঘটেছে নারী ফুটবলেরও। দর্শকপ্রিয়তায় নারী ফুটবল যে এখন আর পিছিয়ে নেই, সেটার সবশেষ নিদর্শন দেখা গেছে রোববার রাতে নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের নারী ইউরোর ফাইনাল দেখতে রেকর্ড ৮৭ হাজার ১৯২ জন দর্শক মাঠে হাজির হন। পুরুষ ও নারী ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের কোনো ম্যাচে দর্শক উপস্থিতির এটা নতুন রেকর্ড।পাঁচ বছর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শক উপস্থিতি থেকে এই রেকর্ড প্রায় দ্বিগুণ। এবারের আসরে ওল্ড ট্র্যাফোর্ডে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ের ম্যাচে ৬৯ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সেটাও ছিল রেকর্ড। নারীদের আন্তর্জাতিক ম্যাচে এর আগে সর্বোচ্চ ৪১ হাজার দর্শকের উপস্থিতি ছিল।পুরুষদের ইউরো চ্যাম্পিনশিপের ফাইনালে সর্বোচ্চসংখ্যক দর্শক উপস্থিতির সংখ্যা ৭৯ হাজার ১১৫। ১৯৬৪ সালের ফাইনালের ওই ম্যাচে স্পেন ও সোভিয়েত ইউনিয়ন মুখোমুখি হয়েছিল।
এ বছর কোনো ফুটবল ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির তিনটি রেকর্ডই নারী ফুটবলের। এ বছর নারী চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা বনাম ভলফসবুর্গের খেলায় ৯১ হাজার ৬৪৮ জন দর্শক উপস্থিত ছিলেন বার্সেলোনার মাঠ কাম্প ন্যুয়ে।
দ্বিতীয় রেকর্ডটিও কাম্প ন্যুয়েই। ৯১ হাজার ৫৫৩ জন দর্শক উপস্থিত হন নারীদের এল ক্লাসিকো ম্যাচ বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের খেলা দেখতে। আর তৃতীয় সর্বোচ্চটি ছিল ইউরোর ফাইনালে।