২০২৪ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন করে পরিকল্পনা করছে। নতুন এ পরিকল্পনার অংশ হিসেবে দলের দায়িত্ব পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার স্টুয়ার্ট ল ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ওয়াসিম জাফর।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রোববার শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প। প্রাথমিকভাবে ২০২৪ সালের বিশ্বকাপের জন্য ৪০ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ক্যাম্পে। তাদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন স্টুয়ার্ট ল। তার সঙ্গে কাজ করবেন ওয়াসিম জাফর।
৪০ জনের এ ক্যাম্প থেকে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে রাখা হবে ৩০ জন ক্রিকেটারকে। স্টুয়ার্ট ল জানান, দল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশ্বকাপের ভেন্যু কোথায় হবে তার ওপর।
মিরপুরে রোববার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আইসিসি এখনও আমাদের জানায়নি যে টুর্নামেন্টটি কোথায় হবে, এটি সম্ভবত উপমহাদেশের কোথাও হবে তবে আমরা নিশ্চিতভাবে জানি না। আপনাকে বুঝতে হবে আপনি কোথায় খেলছেন, আপনি কোন ধরনের দল গড়তে চান।
‘বিশ্বকাপের ১৮ মাস বাকি, অনেক ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আমরা আমাদের স্কোয়াডকে আরও ভালোভাবে বুঝতে পারলে কীভাবে খেলতে চাই সেটা নির্ধারণ করব। তখন গেমপ্ল্যান ঠিক করতে পারব।’
একই সুর জাফরের কণ্ঠেও। ব্যাটিং কোচের দায়িত্ব নেয়ার পর তিনি জানান, বিশ্ব মঞ্চে যুবাদের ভালো পারফরম্যান্সের জন্য নিয়মিত ম্যাচ খেলতে হবে।
তিনি বলেন, ‘ছেলেরা যত ভিন্ন কন্ডিশনে খেলবে তত স্কিল বাড়বে। এটা জরুরি। ভারতও এভাবেই পরিকল্পনা করে। যত বেশি ছেলেরা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবে, তারা আরও ভালো খেলবে। সেটাই আমরা করার চেষ্টা করব।’