গেল বিশ্বকাপে বাজে ফর্মের কারণে পরিবর্তন আনা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের কোচিং প্যানেলে। নতুন কোচ হিসেবে এরই মধ্যে দায়িত্ব বুঝে নিয়েছেন স্টুয়ার্ট ল’ ও ওয়াসিম জাফর।
এবার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্বে থাকা রিচার্ড স্টনিয়ারের সঙ্গেও আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ছিন্ন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্টনিয়ারের জায়গায় যুবাদের স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচের দায়িত্বভার অর্পণ করা হয়েছে ইংলিশ কাউন্টি দলের কোচ অ্যালেক্স ক্যারির হাতে।
লেস্টারশায়ারের সঙ্গে ক্যারির চুক্তি শেষ হবে আসন্ন সেপ্টেম্বরে। এরপর তিনি যোগ দেবেন জাতীয় দলের কোচিং প্যানেলে। তার আগ পর্যন্ত দেশীয় কোচের অধীনে থাকবেন টাইগার যুবারা।
নিউজবাংলাকে শনিবার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এইএম কাওসার।
শনিবার থেকে ৪০ ক্রিকেটারকে নিয়ে শেরে বাংলায় শুরু হয় অনূর্ধ্ব-১৯ দল গঠনের প্রক্রিয়া। ওই দিন তেমন আনুষ্ঠানিকতা না থাকলেও রোববার থেকে শুরু হবে ক্যাম্পের সব আনুষ্ঠানিকতা।
রোববার থেকেই নতুন দুই কোচ দায়িত্বভার বুঝে নেবেন যুবাদের। ২৩ জুলাই বিকেএসপিতে চলে যাবেন তারা।
এরপর সেখানে প্রস্তুতি ম্যাচ খেলবে যুব দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা। সেই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে চূড়ান্ত হবে কারা থাকছেন অনূর্ধ্ব ১৯ জাতীয় দলে।