বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কয়েক মিনিটে বিক্রি শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

  •    
  • ১৩ জুলাই, ২০২২ ১০:৪৮

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে। আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তান। 

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ক্রিকেট পাড়ায় দেখা যায় বাড়তি আমেজ। তবে দুই দেশের বর্তমান সম্পর্কের টানপোড়েনে আইসিসি আয়োজিত কোনো ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় না বললেই চলে।

এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ভারতের বিপক্ষে পাকিস্তানকে। আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিন্দ্বন্দী ভারত ও পাকিস্তানকে।

আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুষ্ঠেয় ভারত-পাকিস্তান ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় গোটা বিশ্ব। স্বাভাবিকভাবেই এ ম্যাচের টিকিটের চাহিদাও অন্যান্য ম্যাচের তুলনায় বেশি। তাছাড়া ওই দিন দীপাবলির ছুটি থাকায় ভারতীয়দের কাছে আমেজটাও অনেকটাই বেশি।

হাইভোল্টেজ এ ম্যাচটি শুরু হতে তিন মাসেরও বেশি সময় বাকী থাকলেও বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

গ্লোবাল স্পোর্টস ট্রাভেল সংস্থার অ্যাশ চাওলা জানান, ৪০ শতাংশ টিকিট কিনেছে ভারতীয়রা, ২৭ শতাংশ উত্তর আমেরিকা, ১৮ শতাংশ অস্ট্রেলিয়া, ১৫ শতাংশ যুক্তরাজ্য এবং বাকি টিকেট কিনে বিশ্বের অন্যান্য দেশ।

তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু মেলবোর্নের হোটেলগুলোর সব রুম ইতোমধ্যেই বুকড হয়ে গেছে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মেলবোর্নে প্রায় ৪৫-৫০ হাজার সমর্থক আসবে বলে আশা করা হচ্ছে।

‘দর্শকদের জন্য অনলাইনে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই বিক্রি শেষ হয় টিকিট। শুধু মাত্র কিছু ভিআইপি টিকিট অবশিষ্ট থেকে যায়।’

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিলো ভারত।

আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।

এ বিভাগের আরো খবর