বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ক্রিকেটভক্তদের দেখা সম্ভব হয়না ভারত-পাকিস্তানের দ্বৈরথ। বিশ্বকাপ, এশিয়া কাপ ছাড়া দুই দল ২২ গজে মুখোমুখি হয় না বললেই চলে।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আসন্ন এই বিশ্বকাপে একই গ্রুপে খেলবে ভারত-পাকিস্তান। আর বৈশ্বিক এই টুর্নামেন্টে পাকিস্তানকে হারানো ভারতের পক্ষ সহজ হবে না বলে মনে করছেন সাবেক পাকিস্তানি তারকা পেইসার শোয়েব আখতার।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি ক্রিকেটাররা। সব শেষ ১০ টি-টোয়েন্টির ভেতর আটটিতেই জয় পেয়েছে বাবর আজমের দল। তাও আবার সবগুলোতেই প্রবল বিক্রমে। আর সে কারণেই পাকিস্তানকে নিয়ে আশাবাদী সাবেক এই কিংবদন্তি পেইসার।
ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘ভারতের উচিত যথাযথ প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে আসা। কেননা এবারে পাকিস্তানকে টি-টোয়েন্টি বিশ্বকাপে হারানো সহজ হবে না।’
দুই দলের এই দ্বৈরথ মাঠে বসে উপযোগ করতে বিপুল পরিমাণ দর্শক মাঠে উপস্থিত থাকবেন বলে আশা করছেন সাবেক এই ক্রিকেট গ্রেট।
শোয়েব বলেন, ‘আমি মনে করি এবারে বিপুল পরিমাণ দর্শক মেলবোর্নে উপস্থিত থাকবেন। দেড় লাখ ধারণক্ষমতার মেলবোর্নে ৭০ হাজারের মতো ভারতীয় সমর্থক থাকবে।’
সেহস খবর পাওয়া পর্যন্ত ইতোমধ্যেই সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে।