ভারতের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের। প্রথম ম্যাচে ৫০ রান ও দ্বিতীয় ম্যাচে ৪৯ রানে হারে স্বাগতিকরা। এবার শেষ ম্যাচে ১৭ রানের জয় নিয়ে ক্লিনসুইপের লজ্জা থেকে থেকে রক্ষা পেল ইংল্যান্ড।
নটিংহামের ট্রেন্টব্রিজ স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জস বাটলার। ডেভিট মালানের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৫ রানের বড় সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে ভারত।
বড় লক্ষ্য তাড়া করে জিতাটা ভারতের জন্য কঠিন কিছু না হলেও ৩১ রানে তিন উইকেট হারিয়ে মুখ থুবড়ে পরে দলটি। শুরুতে বড় কোনো জুটি গড়তে না পারার মাশুল দিতে হয়েছে তাদেরকে।
রিশভ পান্ট, বিরাট কোহলি এবং রোহিত শর্মার মূল্যবান এ তিনটি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ভারত। এমন পরিস্থিতিতে জয়ের জন্য একাই লড়ে গেছেন শুধুমাত্র সুরিয়াকুমার যাদব। তার ৫৫ বলে ১১৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৪টি চার আর ৬টি ছক্কার মারে।
দল ১৭ রানে হারলেও সুরিয়ারকুমারের ইনিংসে বেশ খুশি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সাংবাদিক সম্মেলনে স্বীকারও করে নিলেন। রোহিত জানালেন তাকে মুগ্ধ করেছে সুরিয়াকুমারের সবদিকে শট খেলার দক্ষতা।
সাংবাদিক সম্মেলনে রোববার রোহিত বলেন, ‘টি-২০ ক্রিকেটে তার ইনিংসটি আমার দেখা একটি অন্যতম সেরা। এমন বড় রান তাড়া সহজ ব্যাপার না। বড় রান তাড়া করতে নেমে এভাবে ব্যাটিং করা, এটাই প্রমাণ করে ও কত ভালো ব্যাটার।
সত্যি বলতে, আমাদের অল্প রানে তিন উইকেট হারানোর পর, আমরা একটা বড় পার্টনারশিপ চাইছিলাম। সে নিখুঁত ও দারুণ একটা ইনিংস খেলেছে। ম্যাচ জিততে না পারায় আমি নিশ্চিত ও নিজেও হতাশ। তবে এমন দুর্দান্ত ইনিংস সবসময় দেখার সুযোগ হয় না।
‘সুরিয়া মাঠের সবদিকেই শট খেলেছে। এ জন্য ফিল্ডাররা অস্বস্তিতে ছিলেন। এটি খুবই মূল্যবান দক্ষতা ব্যাটারের জন্য। সবাই এভাবে খেলতে পারে না। ওর মতো ব্যাটসম্যান থাকাটা দলের জন্য খুবই ভালো দিক।'