সারা দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। এই দিনেই ভক্তদের জন্য সুখবর দিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নিরাপদে ঈদ উদযাপন করার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এই তারকা ভক্তদের জন্য সুখবর দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আসসালামু ওয়ালাইকুম সবাইকে! আশা করি আপনাদের সবার ঈদুল আজহা সুন্দর ও নিরাপদে কাটছে!
‘আমার ভক্তদের প্রতি আমার ভালোবাসার প্রতীক হিসেবে, কমেন্টস সেকশনে আপনার ভিডিও বার্তা পাঠিয়ে আমাকে জানান কোন বিষয়গুলি আপনাকে করে তুলেছে আমার সেরা ভক্ত। সেরা ভিডিও বার্তাটি বাছাই করে আমি বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ করব, কিছু সময় কাটাব এবং আমার স্বাক্ষরিত কিছু উপহারসামগ্রী তুলে দিবো।’
পোস্টে তিনি জানান, ‘শুভকামনা এবং আপনাদের স্নেহ ও ভালোবাসার বার্তা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি!’
কমেন্টস সেকশনে ভিডিওবার্তা পাঠানোর শেষ সময় হিসেবে ১৭ জুলাই বলেও জানিয়েছেন তিনি।
সব শেষে সবাইকে ভালোবাসা জানিয়েছেন সাকিব আল হাসান।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি খেলেছেন সাকিব। তবে ওয়ানডে সিরিজে খেলবেন না তিনি।