চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি থেকে ছয় মাসের বিশ্রাম নিয়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ক্রিকেটের শর্টার ফরম্যাট থেকে বিশ্রামে গেলেও তিনি ঠিকই চালিয়ে গেছেন ওয়ানডে ও টেস্ট।
তামিমের ছয় মাসের বিশ্রাম শেষ হচ্ছে চলতি মাসেই। এরপর আনুষ্ঠানিকভাবে জানা যাবে শর্টার ফরম্যাটের ক্রিকেটে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। একই সঙ্গে জানা যাবে অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে তামিমের থাকা হচ্ছে কি না সেই বিষয়টি।
তামিমের ফেরা না ফেরার বিষয়টি পুরোটাই তামিমের ওপর ছেড়ে দিয়েছে বোর্ড। বাঁহাতি ওপেনার নিজে তার সিদ্ধান্ত না জানানো পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণের পরামর্শ দিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস।
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান বিসিবির এই পরিচালক।
জালাল বলেন, ‘তামিমই সেটা জানাবে, অপেক্ষা করুন। হয়ত এই সিরিজের পর বা জুলাই শেষে জানা যাবে। তামিম জুলাই পর্যন্ত সময় নিয়েছে, আগস্টে জানানোর কথা। জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথম দিকে হয়ত জানিয়ে দিবে। আমাদের রিমাইন্ডার নেই। তার সাথে অনেক মিটিং হয়েছে, মনে করিয়ে দেওয়ার কিছু নেই। সেই বলবে, তারই জানানোর কথা।’
জালাল মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার চেয়ে তামিম টি-টোয়েন্টি ফরম্যাটে আর খেলবেন কি না সেটি জানা বেশি প্রয়োজন। বোর্ড চায় তামিম খেলুক।
এক প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেন, ‘বিশ্বকাপে খেলবে কি না সেটা তো বলেনি এখনও। বিশ্বকাপ তো পরে, সে টি-টোয়েন্টি খেলবে কি না এটাই এখন বেশি গুরুত্বপূর্ণ। আমরা তো ইতিবাচক ছিলাম সবসময়, আমরা তো তাকে চাচ্ছিলাম। সিদ্ধান্ত তার কাছে, আমাদের কাছে না।’
ইনজুরি থেকে ফিরে ফিটনেসের কথা বলে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ মুহূর্তে নিজেকে দল থেকে সরিয়ে নেন তামিম। সেই থেকে দেশের হয়ে একটিও টি-টোয়েন্টি খেলতে মাঠে নামেননি বাঁহাতি এই ওপেনার। জাতীয় দলের হয়ে না খেললেও তামিম ঠিকই খেলা চালিয়ে গেছেন ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে।