কাতারের মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট (কিউএসআই) ২০১১ সালে পিএসজিকে কিনে নেয়ার পর সপ্তম কোচ হিসেবে ক্লাবের দায়িত্ব নিচ্ছেন ক্রিস্তোফ গলতিয়ে। ৫৫ বছর বয়সী এ ফ্রেঞ্চম্যান দুই বছরের জন্য চ্যাম্পিয়নদের দায়িত্ব নিচ্ছেন। ফরাসি ক্লাব ফুটবলে এক দশক ধরে সাফল্য অর্জন করা কোচ হিসেবে খ্যাতি লাভ করা গলতিয়ের সামনে মূল চ্যালেঞ্জ পিএসজির মানসিকতার পরিবর্তন। ফ্রান্সের সেরা ক্লাব থেকে তারা যে ইউরোপের সুপার ক্লাবে পরিণত হতে পারে, সেটি মূল লক্ষ্য গলতিয়ের।
বুধবার গলতিয়ে পিএসজির ওয়েবসাইটকে এক সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বমানের খেলোয়াড় পরিপূর্ণ একটি ড্রেসিংরুম পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তবে আমরা শুধু চটকদার হতে চাই না। আর ব্লিং ব্লিং বা চাকচিক্য আর নয়।’
সাবেক ক্লাব লিলকে যে মৌসুমে চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন, সে মৌসুমে ৪-৪-২ ফরমেশনে খেলিয়েছেন গলতিয়ে। আর পিএসজি তাদের তিন মারণাস্ত্রকে জায়গা করে দিতে খেলে ৪-৩-৩ ফরম্যাটে। এমবাপে, নেইমার-মেসিকে নিয়ে ভিন্ন কিছু ভাবতে হবে এবার গলতিয়েকে।
তিনি যোগ করেন, ‘খেলোয়াড়দের সঙ্গে আমি মানিয়ে নেব। সবার আগে আমাদের জিততে হবে। যে স্কোয়াড আছে সেটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। সুতরাং আমাদের ভালো ফুটবল খেলতে হবে।’
চ্যাম্পিয়ন্স লিগে গলতিয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ নন। তবে মেসি-এমবাপেকে কেন্দ্র করে এমন একটি দল তৈরি করতে চান তিনি, যেটি গত ১১ বছরের ব্যর্থতাকে পেছনে ফেলতে পারে।
গলতিয়ে বলেন, ‘এই মুহূর্তে এমবাপে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। যেটা দরকার তা হলো সেরা খেলোয়াড়দের একই ছন্দে বাঁধা। সেটি সম্ভব হলে পিএসজি একটি দুর্দান্ত দল হবে।