ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি ভেসে গেছে বৃষ্টিতে। আকাশের অবস্থার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় চার ওভার করে কমিয়ে আনা হয় ম্যাচের পরিধি। শেষ পর্যন্ত সেটিও মাঠে গড়ায়নি।
দুই দফায় খেলা বন্ধ করে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসের ১৩ ওভার শেষে পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। এর আগ পর্যন্ত ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রানের পুঁজি পায় বাংলাদেশ।
ডমিনিকায় ম্যাচের শুরু থেকেই বাদ সাধে বৃষ্টি। টসই হয় নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা পর।
বাংলাদেশ সময় রাত ১১টায় টস হওয়ার কথা থাকলেও সেটি হয় পৌনে ১টায়। টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাটিংয়ের শুরুতেই বাংলাদেশ হারায় মুনিম শাহরিয়ারকে। ইনিংসের তৃতীয় বলেই ২ রান করা এ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে দেন আকিল হোসেন।
এরপর সাকিব আল হাসানকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন এনামুল হক বিজয়, কিন্তু ইনিংসের চতুর্থ ওভারে ওবেদ ম্যাকয়ের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ১০ রান করে মাঠ ছাড়তে হয় তাকে।
অল্পতে ফিরতে হয় লিটন দাসকেও। ব্যক্তিগত ৯ রানে রোমারিও শেফার্ডের শিকার বনে সাজঘরে ফেরেন তিনি। উইকেটের এক প্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যাওয়া সাকিবও বিদায় নেন ২৯ রান করে।
অষ্টম ওভারের শেষ দিকে ফের আঘাত হানে বৃষ্টি। এর ফলে প্রথমবারের মতো বন্ধ হয়ে যায় খেলা।
বৃষ্টির বাধা কাটিয়ে খেলা মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই আউট হন আফিফ হোসেন। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ৬০ রান; নেই ৫ উইকেট।
এমন অবস্থায় উইকেটের এক প্রান্ত আগলে ধরে লড়াই শুরু করেন নুরুল হাসান সোহান। সঙ্গী মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ এক অঙ্কের ঘরে আটকে থেকে মাঠ ছাড়লেও ক্রিজে শক্ত হয়ে বসে রান তুলতে থাকেন ওই উইকেটরক্ষক ব্যাটার, তবে ১৬ বলে ২৫ করে তাকেও থামতে হয়।
সোহানের বিদায়ের পর শুধু এক বল গড়ায় মাঠে। এরপর ফের আঘাত হানে বৃষ্টি। এ কারণে দ্বিতীয় দফায় বন্ধ হয়ে যায় খেলা।
পরে আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। মাঠ খেলার অনুপযোগী থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয় সিরিজের প্রথম টি-টোয়েন্টি। রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।