ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাগড়া বেধেছে বৃষ্টি। বৃষ্টির কারণে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হয়নি টস। বাংলাদেশ সময় সাড়ে ১১টায় ম্যাচ মাঠে গড়ানোর কথা থাকলেও সে সময় পেরিয়ে যাওয়ার পরও টস অনুষ্ঠিত হয়নি।
ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামতে যাচ্ছে মাহমুদউল্লাহ বাহিনী।
এখন পর্যন্ত শর্টার ফরম্যাটের ক্রিকেটে ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এই ১৩ বারের দেখায় ৭ বারই শেষ হাসি হেসেছে ক্যারিবীয়রা। বিপরীতে বাংলাদেশের অর্জন ৫ জয়। একটি ম্যাচ বাতিল হয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজে শেষ মুহূর্তে দলে নেয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। পাশপাশি উদ্বোধনী জুটিতে যাচাই করে নেয়ার অংশ হিসেবে দেখা যাবে নতুন এক জুটি। উদ্বোধনী জুটিতে প্রথমবারের মতো দেখা যাবে এনামুল হক বিজয় ও মুনিম শাহরিয়ারকে।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, কাইল মায়ার্র্স, ডেভন টমাস (উইকেটকিপার), রভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওডেন স্মিথ ও ওবেদ ম্যাকয়।