ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে টি-টোয়েন্টি সিরিজে শনিবার থেকে মাঠে নামছে বাংলাদেশ।
এই তিন ম্যাচের সিরিজে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে হাতছানি দিচ্ছে অনন্য এক রেকর্ড।
তিন টি-টোয়েন্টিতে ৯২ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের শর্টার ফরম্যাটে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন বাঁহাতি এ অলরাউন্ডার। ৯৬টি টি-টোয়েন্টি খেলা সাকিবের বর্তমান রান ১ হাজার ৯০৮।
বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটার হিসেবে ২ হাজার রানের ক্লাবে অবস্থান করছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ১১৫ টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ২ হাজার ২ রান।
শর্টার ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল। ৭৮ ম্যাচে একটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিতে তার সংগ্রহ ১ হাজার ৭৫৮ রান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২ জুলাই। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। এ দুটি ম্যাচ হবে ডোমিনিকাতে।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৭ জুলাই। ম্যাচটি হবে গায়ানাতে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।