ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টেস্ট সিরিজের ২-০ ব্যবধানে ক্লিন সুইপ হয়েছে সফরকারী দল। ১০ উইকেটে দ্বিতীয় টেস্ট হারের পর সেটা নিয়ে পড়ে থাকার খুব বেশি সময় নেই সাকিব-মিরাজদের। শনিবার থেকে শুরু হচ্ছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে দ্রুত টি-টোয়েন্টি ফরম্যাটে মনোনিবেশ করতে চান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের প্রস্তুতি এ সিরিজ দিয়ে শুরু করতে প্রস্তুত টাইগাররা, এমনটা মনে করছেন তিনি।
মঙ্গলবার ভোরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘টি-টোয়েন্টির বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ সিরিজের পর আমরা এশিয়া কাপ খেলব। আমাদের হাতে খুব একটা সময় নেই। সেই হিসাবে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা দলের সঙ্গে টি-টোয়েন্টি খেলতে পারাটা বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।‘যদি এখানে ভালো করতে পারি, তাহলে আত্মবিশ্বাসটা কাজে আসবে শ্রীলঙ্কায়। ভালো একটা মানসিক অবস্থা নিয়ে যাওয়া যাবে সেখানে।’
টেস্ট সিরিজে ভরাডুবি নিয়ে বেশি ভাবতে চান না সাকিব। টি-টোয়েন্টি ফরম্যাটেও বাংলাদেশ সেরা দল নয় মানছেন তিনি।
ভারত, পাকিস্তান, আফগানিস্তান- আমি বলব যে এশিয়ার ভেতরে খুব ভালো টি-টোয়েন্টি দল। আমাদের টাফ চ্যালেঞ্জ ফেস করতে হবে। শ্রীলঙ্কাও এখন ভালো খেলছে, নিয়মিত ভালো খেলছে। তো অবশ্যই আমাদের অনেক জায়গা আছে, যেখানে আমাদের ইম্প্রুভ করতে হবে। যদি আমরা দলগতভাবে খেলতে পারি, আমি বিশ্বাস করি যে এই সিরিজ আমাদের কাজে দেবে।