সাউথ আফ্রিকা সিরিজটা তাসকিন আহমেদর জন্য ছিল স্বপ্নের মত। দুর্দান্ত বোলিংয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরেন কাঁধের চোট নিয়ে। খেলতে পারেননি শ্রীলঙ্কা সিরিজ।
তাসকিনের চোটের কারণে অনিশ্চিত হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। স্বস্তির খবর হলো আগামী ২৪ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দিচ্ছেন অভিজ্ঞ এ পেইসার। দল ওয়েস্ট ইন্ডিজে থাকার কারণে তাসকিন অনুশীলন করছেন মিরপুরে।
বোলিং অনুশীলন শেষে বুধবার সাংবাদিকদের তাসকিন বলেন তার প্রত্যাশা বিশ্বের সেরা পেইসারদের একজন হওয়া। সে অনুযায়ী নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
তাসকিন বলেন, ‘আমি ৩ ফরম্যাটেই খেলতে চাই। যদি কখনও দেখি পারছি না, তখন বলব। এসব নিয়ে চিন্তা করার সময় নয় এটি। ফিট হয়ে ভালোমত খেলার উপযুক্ত সময় এখন। আমার স্বপ্ন আসলে ওয়ার্ল্ডক্লাস বোলার হওয়া।
‘এখনও আমার বলার সময় হয়নি যে, আমার বিশ্রাম প্রয়োজন। যদি কখনও মনে হয় সামলে উঠতে পারছি না তখন এসব নিয়ে ভাবব।’
তাসকিন মনে করেন বাংলাদেশের পেইসারদের জন্য প্রতিটা সিরিজই কঠিন। তিনি বলেন, ‘চোটে থাকি আর না থাকি চ্যালঞ্জ নিতেই হবে। সে ভাবে আগাবো। নিজের হাতে যতটুকু থাকে পুরোটা দিয়েই চেষ্টা করি। যেন চোটে পরলেও নিজেকে বোঝানো যায় আমি নিজের পুরোটা দিয়েছি।’
ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ জুলাই। পরের দুটি ম্যাচ ৩ ও ৭ জুলাই। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।