ফরাসি লিগ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) আগামী মৌসুমে লিগ ওয়ানের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফরাসি লিগ কর্তৃপক্ষ। ক্লেমঁ ফুতের বিপক্ষে ৭ আগস্ট শুরু হতে যাচ্ছে পিএসজির শিরোপা ধরে রাখার লড়াই।
লিগের শুরুর মতো শেষ ম্যাচটিও তারা খেলবে একই দলের বিপক্ষে ঘরের মাঠে আগামী বছরের ৩ জুন।
সূচি অনুযায়ী, চলতি বছর মেসি-নেইমার-এমবাপেদের লিগ ওয়ানের ম্যাচ রয়েছে ১৬টি। এর মধ্যে ঘরের মাঠে পিএসজি খেলবে আটটি ম্যাচ। আর অ্যাওয়ে মাঠে খেলবে আট ম্যাচ।
চলতি বছরে তাদের যাত্রা হবে ক্লেমঁ ফুতের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে। আর বছরের শেষটা হবে ঘরের মাঠে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে। নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি এক মাসের বিরতি থাকবে বিশ্বকাপ ফুটবলের জন্য।
২০২৩ সালের শুরুটা মেসিদের হবে লেসের বিপক্ষে তাদের মাঠে।
পিএসজির লিগ ওয়ানের পূর্ণাঙ্গ সূচি:
০৭/০৮/২০২২ - ক্লেমঁ ফুত ২৯/০১/২০২৩ - রেস ১৪/০৮/২০২২ - মঁপলিয়ে ০১/০২/২০২৩ - মঁপলিয়ে ২১/০৮/২০২২ - লিল ০৫/০২/২০২৩ - তুলোঁ ২৮/০৮/২০২২ মোনাকো ১২/০২/২০২৩ - মোনাকো ৩১/০৮/২০২২ - তুলোঁ ১৯/০২/২০২৩ - লিল ০৪/০৯/২০২২ - নতেঁ ২৬/০২/২০২৩ - মার্সেই ১১/০৯/২০২২ - বেসত ০৫/০৩/২০২৩ - নতেঁ ১৮/০৯/২০২২ - লিঁও ১২/০৩/২০২৩ - বেসত ০২/১০/২০২২ - নিস ১৯/০৩/২০২৩ - রেনে ০৯/১০/২০২২ - রেস ০২/০৪/২০২৩ - লিও ১৬/১০/২০২২ - মার্সেই ০৯/০৪/২০২৩ - নিস ২৩/১০/২০২২ - আসাকসিও ১৬/০৪/২০২৩ - লেস ৩০/১০/২০২২ - তোয়া ২৩/০৪/২০২৩ - অঙজে ০৬/১১/২০২২ - লরিঁয়ে ৩০/০৪/২০২৩ - লরিঁয়ে ১৩/১১/২০২২ - অসের ০৭/০৫/২০২৩ - তোয়া ২৮/১২/২০২২ - স্ত্রাসবুর্গ ১৪/০৫/২০২৩ - আসাকসিও ০১/০১/২০২৩ - লেস ২১/০৫/২০২৩ - অসের ১১/০১/২০২৩ - অঙজে ২৭/০৫/২০২৩ - স্ত্রাসবুর্গ ১৫/০১/২০২৩ - রেনে ০৩/০৬/২০২৩ - ক্লেমঁ ফুত