লিভারপুলের অন্যতম সেরা তারকা সাদিও মানের দলবদলের গুঞ্জন চলছে অনেক আগে থেকে। চ্যাম্পিয়নস লিগ ফাইনের আগে-পরে মানের ক্লাব পরিবর্তন নিয়ে চর্চাও কম হয়নি, তবে সবশেষে গুঞ্জনই এবার সত্যি হচ্ছে। লিভারপুলের সঙ্গে ইতি টেনে বায়ার্ন মিউনিখে যোগ দেবেন সেনেগালের এ তারকা।
ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো শুক্রবার এক টুইটবার্তায় জানান, তিন বছরের চুক্তিতে বায়ার্নে যাচ্ছেন মানে। এ ফরোয়ার্ডের ট্রান্সফার ফি বাবদ প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড খরচ করবে বাভারিয়ানরা।
রোমানো জানিয়েছেন, সাদিও মানের জন্য বায়ার্নের দেয়া সর্বশেষ প্রস্তাবে রাজি হয়েছে লিভারপুল। শুক্রবার দুই পক্ষ বসে পূর্ণাঙ্গ চুক্তিতে স্বাক্ষরও করেছে। এরপর হবে স্বাস্থ্য পরীক্ষা। জার্মান সংবাদমাধ্যম ‘স্কাই জার্মানি’ একই দাবি করেছে।
ইংল্যান্ডের ক্লাব লিভারপুলের সঙ্গে আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুমেই সাদিও মানে যোগ দেবেন জার্মান ক্লাব বায়ার্নে। বাভারিয়ানদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে তার।
সেনেগালের এ ফরওয়ার্ড ২০১৬ সালে সাউদাম্পটন থেকে লিভারপুল আসেন। অলরেডদের হয়ে ২৬৯ ম্যাচে ১২০টির বেশি গোল করেছেন। ২০১৯ সালে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিতেন।
অলরেডদের ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতারও অবিচ্ছেদ্য অংশ সাদিও মানে।
এ বছর মানে সেনেগালের হয়ে আফ্রিকান কাপ অব নেশনস জিতেছেন। লিভারপুলের হয়ে জিতেছেন কারাবাও কাপ ও এফএ কাপ।
গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছে লিভারপুল। সেখানে তাদের হারিয়ে শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।