অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এক সেশনেই তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট।
চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৬ উইকেটের বিনিময়ে ২৩০ রান তুলতে পেরেছে ক্যারিবীয়রা। লিড ১২৭ রানের।
১২২ বলে ৫৩ রানে উইকেটে আছেন জারমেইন ব্ল্যাকউড। রানের খাতা না খুলে তাকে সঙ্গ দিচ্ছেন আলজারি জোসেফ।
২ উইকেটে ৯৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন উইন্ডিজের রানের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি সফরকারী বোলারদের পক্ষে।
ফলে অল্প সময়ের লিড পায় ক্যারিবীয়রা। দলকে লিড এনে দেয়ার পথে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন ব্র্যাথওয়েইট। এরপর বোনারকে সঙ্গে নিয়ে ব্যাট চালানো শুরু করেন সেঞ্চুরির দিকে।
দিনের দ্বিতীয় ঘণ্টাতেই ব্রেক থ্রু আনেন সাকিব। এনক্রুমাহ বোনারকে সরাসরি বোল্ড করে পতন ঘটান ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় উইকেটের। সাকিবের বলে স্টাম্প হারিয়ে মাঠ ছাড়ার আগে বোনারের ব্যাট থেকে আসে ৩৩ রান।
এরপর আর মধ্যাহ্ন বিরতির আগে উইন্ডিজের আর কোনো উইকেট তুলে নেয়া সম্ভব হয়নি বাংলাদেশি বোলারদের পক্ষে।
তবে বিরতি থেকে ফিরেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেঞ্চুরি থেকে ছয় রান দূরে থাকতে খালেদ হোসেন ফেরান ব্র্যাথওয়েইটকে। এই শুরু। এরপর অল্পতেই ফিরে যেতে হয় কাইল মায়ার্সকে।
চা বিরতির ঠিক আগ মুহূর্তে আরও একটি সফলতা পায় বাংলাদেশ। মিরাজ তুলে নেন জশুয়া ডি সিলভাকে। আর তাতেই পতন ঘটে ওয়েস্ট ইন্ডিজের ষষ্ঠ উইকেটের।