বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাউথ আফ্রিকাকে ধসিয়ে সমতায় ফিরল ভারত

  •    
  • ১৭ জুন, ২০২২ ২৩:৩৬

ভারতের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ভারত। ভারতের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটব করতে নেমে স্কোরবোর্ডে ৪০ রান তুলতের ভারতকে হারাতে হয় ঋতুরাজ গায়কোয়াড়, ঈষাণ কিষাণ ও শ্রেয়াশ আইয়ারের উইকেট।

তবে হার্দিক পান্ডিয়ার ৩১ বলে ৪৬ আর দীনেশ কার্তিকের ২৭ বলে ৫৫ রানের ইনিংসে ভর করে সাউথ আফ্রিকার সামনে ৬ উইকেট হারিয়ে ১৬৯ রানের পূঁজি দাঁড় করায় স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও অধিনায়ক টেম্বা বাভুমা আহত হয়ে মাঠ ছাড়ার পর থেকে ভাগ্য ঘুরে যায় সাউথ আফ্রিকার। শুরু হয় উইকেটের মড়ক।

আবেশ খানের পেইস তোপের সামনে বারবার অসহায় আত্মসমর্পণ করতে হয় প্রোটিয়া ব্যাটারদের। দলের তিন ব্যাটার কুইন্টন ডি কক (১৪), রাসি ফন ডার ডুসেন (২০) ও মার্কো ইয়ানসেন (১২) ছাড়া দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয়নি বাকিদের পক্ষে।

২৪ রানে শুরু হওয়া সাউথ আফ্রিকার উইকেটের সেই মড়ক গিয়ে থামে ৮৭ রানে। আরে সেই সুবাদে ভারত পায় ৮২ রানের বড় জয়।

স্বাগতিকদের হয়ে ৪ উইকেট নেন আবেশ খান। চাহাল নেন ২টি উইকেট। আর ১টি করে উইকেট ঝুলিতে পুরেন হার্শার প্যাটেল ও আক্সার প্যাটেল।

এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় ফিরল ভারত।

এ বিভাগের আরো খবর