দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন ওপেনার ইমরুল কায়েস। এক সময় তামিমের সঙ্গী হিসেবে নিয়মিত দেখা গেলেও, নতুনদের মাঝে নিজেকে স্থায়ী করতে পারেননি এ অভিজ্ঞ ব্যাটার। দুই বছরের বেশি সময় ধরে আছেন জাতীয় দলের বাইরে।
৩৫ বছর বয়সী ইমরুল জাতীয় দলের জার্সির আশা ছাড়েননি। নিয়মিত অনুশীলন করছেন বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে।
বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজে বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে ভাবনায় তখন ইমরুলকে দেখা গেল মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত।
জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন তিনি। বুধবার অনুশীলন শেষে এমনটাই সংবাদ মাধ্যমকে বলেন ইমরুল।
তিনি যোগ করেন, ‘জাতীয় দলে ফেরার ইচ্ছে আছে বলেই বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে জয়েন করেছি। না হলে তো বাসায় থাকতাম বা অন্য জায়গায় চলে যেতাম। ইচ্ছাটা আছে দেখে চেষ্টা করে যাচ্ছি।’
জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলা ইমরুল মনে করেন টাইগাররা নিয়মিত লাল বলের ক্রিকেট খেলে না দেখে টাইগাররা পিছিয়ে পড়ছে।তিনি বলেন, ‘আমরা কিন্তু নিয়মিত টেস্ট খেলি না। আমরা ৫/৬ মাস পরপর টেস্ট খেলি। একটা ব্যাটার যখন রানে থাকে তখন তার জন্য পারফর্ম করা সহজ হয়। যখন রানে থাকবে না তখন টেস্ট ম্যাচে গিয়ে রান করাটা কঠিন। যদি নিয়মিত খেলতে থাকে, তাহলে পারফর্ম করা সহজ হয়।’