বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের বড় জয়

  •    
  • ২ জুন, ২০২২ ১৯:১০

দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নেইমার করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন রিচার্লিসন, ফিলিপে কোতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে ব্রাজিল। স্বাগতিকদের তারা হারিয়েছে ৫-১ গোলে। নেইমার করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন রিচার্লিসন, ফিলিপে কোতিনিয়ো ও গাব্রিয়েল জেসুস।

ব্রাজিল সবশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ২০১৯ সালে। গত তিন বছর প্রতিযোগিতামূলক ম্যাচ ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার ম্যাচের আগে ব্রাজিলের জন্য সুখবর ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের সেরে ওঠা। শঙ্কা কাটিয়ে শুরুর একাদশে ছিলেন বিশ্বের সবচেয়ে দামি তারকা।

নেইমারকে ফিরে পেয়ে উজ্জীবিত ব্রাজিল কোরিয়ার সোল ওয়ার্ল্ডকাপ স্টেডিয়ামে শুরু থেকে চেপে ধরে স্বাগতিকদের।

কোরিয়ার ডিফেন্সের ফাঁক গলে শুরুতে লিড নিয়ে নেয় ব্রাজিল। ৭ মিনিটে ফ্রেদের অ্যাসিস্ট থেকে বল জালে জড়ান রিচার্লিসন।

গোলের ধাক্কা সামলে উঠতে বেশি সময় নেয়নি কোরিয়া। ব্রাজিলের গোলরক্ষক ওয়েবারটনকে বোকা বানিয়ে কোরিয়ার পক্ষে সমতা ফেরান উই-জু হোয়াং। ম্যাচের ৩১ মিনিটে তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১।

বেশিক্ষণ সমতায় ছিল না ম্যাচ। বিরতির আগে ৪৩ মিনিটে কোরিয়ার বক্সে ডিফেন্ডাররা ফাউল করেন অ্যালেক্স সান্দ্রোকে। ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেখান থেকে গোল করে দলকে আবারও এগিয়ে দেন নেইমার।

লিড বড় করতে পারত সেলেকাওরা। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে নিশ্চিত গোল হাতছাড়া হয় তাদের।

নেইমারের কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করেন থিয়াগো সিলভা। কিন্তু বল পোস্টে লেগে ফিরে আসায় আক্ষেপ নিয়ে বিরতিতে যায় লিওনার্দো তিতের দল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মাথায় প্রথমার্ধের মতো আরেকটি পেনাল্টি পায় ব্রাজিল। এবারও সান্দ্রোকে ফাউল করেন কোরিয়ান ডিফেন্ডাররা। এবারও পেনাল্টি নেন নেইমার। তার গোলেই ৫৭ মিনিটে ১-৩ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

দুই গোলের লিড নেয়ার পরও আক্রমণের ধার কমায়নি ব্রাজিল। ৭৮ মিনিটে নেইমারের বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পান ফিলিপে কোতিনিয়ো।

সাবেক এ বার্সেলোনা তারকা কোরিয়ার ডিফেন্সের ভুলে পাওয়া বলে জোরালো শট নিয়ে স্কোরলাইন ৪-১ করেন।

ম্যাচের ইনজুরি টাইমে ব্যবধান বড় করেন গাব্রিয়েল জেসুস। তার গোলের ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের চ্যাম্পিয়নরা।

এ বিভাগের আরো খবর