আইপিএল ২০২২ আসরটি চেন্নাই সুপার কিংসের মোটেও ভালো কাটেনি। লিগের মাঝপথে এসে অধিনায়কত্ব বদল করতে হয়েছে। পয়েন্ট টেবিলের নিচে থাকা কিংসের এবারের আসর বাজে কাটলেও ভক্তদের জন্য সুখবর হলো, আগামী আসরেও কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। সামনে থেকে নেতৃত্ব দেয়ার ভারটাও থাকবে ধোনির কাঁধেই।
শুক্রবার ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনের এসব তথ্য জানানো হয়।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুপার কিংসের ম্যাচের আগে ইয়ান বিশপ তার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে ধোনি বলেন, ‘অবশ্যই! আমি আইপিএল ২০২৩ খেলব। এটি একটি সাধারণ কারণ। চেন্নাইয়ে না খেলে, তাদেরকে ধন্যবাদ না জানিয়ে যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, দল হিসেবে, ব্যক্তিগত দিক দিয়ে মুম্বাইয়ে অনেক ভালোবাসা পেয়েছি আমি। তবে চেন্নাই সমর্থকদের জন্য এটি ঠিক ভালো হবে না।’
চেন্নাই সুপার কিংস প্লে-অফের দৌড় থেকে আগেই বাদ পড়েছে। এটা স্পষ্ট এবাবের মৌসুমটা ধোনির জন্য একদমই ভালো কাটেনি।
এবারের আইপিলের শুরুতেই ধোনি দলের অধিনায়কত্ব ছেলে দিলে দলের ভার নিজের কাঁধে তুলে নেন রবীন্দ্র জাদেজা। শুরু থেকেই ব্যর্থ জাদেজা ৮ ম্যাচ খেলে কেবল দুটিতে জয়ের দেখা পান।
পরে শেষের ৬ ম্যাচ বাকি থাকতে দায়িত্ব পান ধোনি। এখনও পর্যন্ত ধোনির নেতৃত্বে ৫ ম্যাচ খেলে দুটিতে জয়ের দেখা পায় চেন্নাই। তবে এর আগে ধোনির হাত ধরেই দলটি শিরোপা জিতেছে চারবার ও রানার্স আপ হয়েছে পাঁচবার।