শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। একই সঙ্গে বল হাতে জ্বলে ওঠেন স্পিন বোলাররাও। চট্টগ্রাম টেস্ট ড্র হলেও এটিকে অর্জন মনে করছেন টাইগারদের অধিনায়ক মুমিনুল হক।
তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সেঞ্চুরি নাঈম হাসান, তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে লঙ্কানদের এক পর্যায়ে কোনঠাসা করে ফেলে স্বাগতিক দল। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
ড্র করেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। যে কারণে ম্যাচ শেষে খুব একটা আক্ষেপ নেই মুমিনুলের।
দলের সবার দলগত পারফরম্যান্সের কারণেই ভালো ফল এসেছে বলে মনে করছেন তিনি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে এমনটাই জানান অধিনায়ক।
মুমিনুল বলেন, ‘সবাই রানের মধ্যে আছে। ব্যাটার হোক, বোলার হোক সবাই টিম হিসেবে খেলতে পেরেছে। আমি যেমনটা আগে বলেছি টিম হিসেবে খেললে আমরা বরাবর ভালো করি। অবশ্যই এটা কাজে দেবে। প্রাপ্তির জায়গা বলতে সবাই দলগতভাবে খেলতে পেরেছে এটাই ভালো লেগেছে।’
মিরপুর টেস্টের আগে খুব বেশিদিন সময় নেই মুমিনুল বাহিনীর। সোমবার শুরু হবে সিরিজ নির্ধারণী টেস্ট। তবে উইকেট দেখে সে টেস্ট নিয়ে পরিকল্পনা করবে থিংক ট্যাংক এমনটা জানালেন অধিনায়ক।
তিনি বলেন, ‘মিরপুরের উইকেট আর এই উইকেট পুরো আলাদা। ঢাকা টেস্টে পরিকল্পনা ভিন্ন হবে সেটিই স্বাভাবিক, কারণ উইকেট ভিন্ন।’
বিশ্বের যেই কন্ডিশনেই খেলেন না কেন আপনাকে মানিয়ে নিতে হবে। এটা পুরো মানসিক বিষয়। আমরা চট্টগ্রামের উইকেট, ঢাকার উইকেটে সারাবছর খেলতে থাকি। চট্টগ্রামের চেয়ে ঢাকাতে বেশি খেলি। দলের সবাই জানেন যে কোনখানে স্পিন কিভাবে খেলতে হয়, পেইস কীভাবে খেলতে হয়।’