বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঝরঝরে হয়ে আবার নামবেন তামিম, বিশ্বাস সিডন্সের

  •    
  • ১৭ মে, ২০২২ ২২:৩৮

তামিমের ইনজুরি নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। বরং তার চিন্তার বিষয় তামিমের শক্তি ধরে রাখা নিয়ে। প্রচণ্ড গরমে তামিম ডিহাইড্রেট হয়ে যাওয়ায় শঙ্কায় পড়তে পারে সিরিজের বাকি সময়টাতে তামিমের উপস্থিতি। সে কারণেই সিডন্স চিন্তিত তাকে নিয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে চা বিরতির ঠিক আগে কবজির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। আঘাত ততটা গুরুতর না হলেও এদিন আর ব্যাটিংয়েই নামেননি বাঁহাতি এই ওপেনার। তার পরিবর্তে চা বিরতির পর মুশফিকের সঙ্গী হিসেবে নামেন লিটন দাস।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তামিমের আঘাত গুরুতর নয়, তিনি জাতীয় দলের ফিজিওর তত্ত্বাবধানে আছেন। তামিমের ভালোর জন্যই তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

তামিমের ইনজুরি নিয়ে মোটেও চিন্তিত নন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। বরং তার চিন্তার বিষয় তামিমের শক্তি ধরে রাখা নিয়ে। প্রচণ্ড গরমে তামিম ডিহাইড্রেট হয়ে যাওয়ায় শঙ্কায় পড়তে পারে সিরিজের বাকি সময়টাতে তামিমের উপস্থিতি। সে কারণেই সিডন্স চিন্তিত তাকে নিয়ে।

তবে সিডন্স আশাবাদী, দিনের বাকিটা সময়, বিশেষ করে উইকেট না যাওয়া পর্যন্ত তামিম বিশ্রাম নেবেন এবং পর্যাপ্ত পানি পান করে ঝরঝরে হয়ে মাঠে নামবেন বাঁহাতি এই ওপেনার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান সিডন্স।

তিনি বলেন, ‘দুই দিন মাঠে থাকার পর যে ব্যাটিংটা সে করেছে, রানিং বিটুইন দ্যা উইকেট করতে হয়েছে এই গরমে। এমন অবস্থায় শরীরে শক্তি ধরে রাখা কঠিন। আপনারাও যদি এসি রুম ছেড়ে মাঠে যান বুঝতে পারবেন এটা কতটা গরম ও আপনাকে কীভাবে ডিহাইড্রেট করে দেয়। ওর ক্র্যাম্পের বিষয়টা আমি তাই বুঝি। তবে আমার বিশ্বাস, সে কাল ঝরঝরে হয়েই নামবে। সঠিক পরিমাণে খাবার ও পানি খেলে অবশ্যই সে ঠিক হয়ে যাবে।’

তৃতীয় দিন শেষে লঙ্কানদের চেয়ে প্রথম ইনিংসে ৭৯ রান পিছিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে তিন উইকেটের স্বাগতিকদের সংগ্রহ ৩১৮ রান।

দ্বিতীয় দিন শেষে ৫৪ রানে মুশফিকুর রহিম ও ৫৪ রানে লিটন দাস অপরাজিত রয়েছেন।

এ বিভাগের আরো খবর