বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাঠেই মারা গেলেন পাকিস্তানি ক্রিকেটার

  •    
  • ১৬ মে, ২০২২ ২১:৫০

মারা যাওয়া উমর ছিলেন অলরাউন্ডার। একাধারে পেইস ও স্পিন দুই ধরণের বোলিংই করতে পারতেন তিনি। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।

পাকিস্তানে তীব্র তাপদাহে খেলা শেষে হিট স্ট্রোকে মারা গেছেন এক ক্রিকেটার। মারা যাওয়া সেই ক্রিকেটারের নাম উমর খান। পাকিস্তানের স্থানীয় বিভিন্ন দলের হয়ে অর্থের বিনিময়ে খেলতেন তিনি।

উমর ছিলেন অলরাউন্ডার। একাধারে পেইস ও স্পিন দুই ধরণের বোলিংই করতে পারতেন তিনি। শনিবার পাকিস্তানি সংবাদমাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশিত হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে উমর খানের ভাতিজা তালহা জানান, শনিবার লান্ধিতে দিনে একটি ম্যাচ খেলার পর রাতে আবার আন্নুভাই পার্কে খেলতে গিয়েছিলেন উমর। দলের অধিনায়ককে তিনি অনুরোধ জানিয়েছিলেন তাকে যেন শেষ ওভার করতে দেয়া হয়।

তিনি আরও জানান, উমর বাঁহাতি স্পিনার ছিলেন, একইসঙ্গে পেইসও করতে পারতেন। দলকে ম্যাচ জিতিয়েছেন শেষ ওভারেই। ম্যাচ জেতানোর একটু পরই মাঠে পড়ে যান তিনি। পরে আব্বাসী শহীদ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা জানান তার মৃত্যু হয়েছে।

জিওর প্রতিবেদনে আরও জানা যায়, উমরের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। তার দুটি সন্তানও রয়েছে।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে জানা যায়, হাসপাতালে আনার আগেই উমরের মৃত্যু হয়েছিল। কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ হিট স্ট্রোকের বিষয়টি মানতে নারাজ। তাদের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। তবে পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি হিট স্ট্রোকেই মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।

এই ঘটনার কিছুদিন আগেই করাচিতে হিটস্ট্রোকে এক ফুটবলারের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে।

শনিবার সিন্ধু প্রদেশের জ্যাকোবাবাদে সর্বোচ্চ ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। আর করাচিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর