লা লিগা শিরোপা আগে নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা আর চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে সামনে রেখে খর্বশক্তির দল নিয়েই কাদিসের মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। রোববার রাতে কাদিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সামনে রেখে এই ম্যাচে কারিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, লুকা মডরিচদের মতো বড় তারকাদের বিশ্রামে রেখে দল সাজান আনচেলত্তি।
রিয়ালের তারকাশূন্য থাকার সুযোগটাই কাজে লাগিয়েছে কাদিস। জয় বঞ্চিত রেখেছে চ্যাম্পিয়নদের।
ম্যাচের পঞ্চম মিনিটে মারিয়ানো দিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত রুবেন সবরিনোর করা গোলে ম্যাচের সমতা টানে স্বাগতিক কাদিস।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে আলভারো নেগ্রেদো সুযোগ পেয়েছিলেন কাদিসকে জেতানোর। পেনাল্টি মিস না করলে জয় নিয়েই ম্যাচ শেষ করতে পারত স্বাগতিক দল। এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
দীর্ঘ বিরতি শেষে কাদিস লা লিগায় ফেরে গত মৌসুমে। প্রথম দেখায় তারা হারিয়ে দিয়েছিল বার্সেলোনাকে। একই দলের সঙ্গে ফিরতি দেখায় ড্র করেছিল তারা।
লা লিগায় ২২ মে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়ে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আর ২৮ মে প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা।
রাতের আরেক ম্যাচে বার্সেলোনা-হেতাফের ম্যাচ ছিল গোল শূন্য। ড্র করা ম্যাচে বার্সার জন্য বিপদ নিয়ে আসে মেম্ফিস ডিপায়ের ইনজুরি। তবে ভক্তদের জন্য আশার কথা হল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে বার্সেলোনা।