বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব নয়, ডমিঙ্গোর ভাবনায় মোসাদ্দেক

  •    
  • ১৩ মে, ২০২২ ১৬:৩৯

বোর্ড সভাপতি থেকে শুরু করে হেড কোচ; সবাই এক প্রকারে ধরেই নিয়েছেন সাকিবকে পাওয়া যাবে না চট্টগ্রাম টেস্টে। তাই তাকে বাদ দিয়েই সাজানো হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রণ পরিকল্পনাও।

পারিবারিক কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব আল হাসান দলের সঙ্গে না থাকলেও কথা ছিল ঘরের মাঠে শ্রীলঙ্কা সফরে মাঠে নামার। কিন্তু ম্যাচ শুরুর পাঁচ দিন আগে করোনা আক্রান্ত হওয়ায় সংশয় জাগে চট্টগ্রাম টেস্টে বাঁহাতি এই অলরাউন্ডারের খেলা নিয়ে।

ম্যাচ শুরুর দুই দিন আগে করোনা নেগেটিভ হলেও সিরিজের প্রথম টেস্টে মাঠেহ নামার জন্য সাকিবকে উৎরাতে হবে ফিটনেস টেস্টে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই দেশসেরা এই অলরাউন্ডারের সার্ভিস পাবে জাতীয় দল।

বোর্ড সভাপতি থেকে শুরু করে হেড কোচ; সবাই এক প্রকারে ধরেই নিয়েছেন সাকিবকে পাওয়া যাবে না চট্টগ্রাম টেস্টে। তাই তাকে বাদ দিয়েই সাজানো হচ্ছে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের রণ পরিকল্পনাও।

শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনের পর সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দেন প্রোটিয়া এই কোচ।

ডমিঙ্গো বলেন, ‘তার (সাকিবের) ফিটনেস পরীক্ষা করতে হবে। ওকে আগামীকাল (শনিবার) আমরা দেখব। ও দুই তিন-সপ্তাহেরও বেশি সময় ব্যাটিং বা বোলিং কিছুই করেনি। হুট করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন। একইসঙ্গে আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুই চিন্তা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট স্বভাবতই বেশ কঠিন। আমার নিজেরও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয়। পাশাপাশি নেগেটিভ হওয়ার পর শরীরেও তেমন একটা শক্তি পাওয়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে প্রায় ৬ ঘণ্টা মাঠে থাকতে হয়। অনেকটা সময় পুরো পাঁচদিনই। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে।’

যদি সাকিব ফিটনেস টেস্টে উৎরাতে না পারেন, সেক্ষেত্রে বাঁহাতি এই অলরাউন্ডারের বিকল্প হিসেবে একাদশে জায়গা করে নিতে পারেন ইয়াসির আলি রাব্বি অথবা মোসাদ্দেক হোসেন সৈকত।

তবে এই দুইজনের ভেতর মোসাদ্দেককে একাদশে জায়গা করে নেয়ার দৌড়ে এগিয়ে রাখছেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘অবশ্যই আমরা তাকে (সাকিবও) পেতে চাই। সর্বকালের অন্যতম সেরা একজন ক্রিকেটার সে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে সে যেন তার পারফর্ম করার সকল সুযোগ পায়। আমাদের দেওয়া ভূমিকায় সে যেন পারফর্ম করতে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে। এটা আমাদের জন্যও চ্যালেঞ্জিং। যেমন আমাদের ইয়াসির আলী রাব্বী আছে। যে কিনা দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫-২০ ওভার বোলিং করতে পারে। মুমিনুল আমি নিশ্চিত না যে ১০-১৫ ওভার বোলিং করতে পারে। শান্তও বোলিং করে কিন্তু ৬-৭ ওভারের বেশি নয়। আমরা শেষ দুই বছরই ৬-৭ নম্বরে ব্যাটিং এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে খুঁজছি। সেক্ষেত্রে মোসাদ্দেককে বেশ কিছুটা এগিয়ে রাখব আমি’, তিনি যোগ করেন।

১৫ মে মাঠে গড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। এই ম্যাচকে সামনে রেখে শনিবার দলের সঙ্গে যোগ দিবেন সাকিব আল হাসান। সেখানে তার ফিটনেস দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে চট্টগ্রাম টেস্টে সাকিব থাকছেন কিনা।

এ বিভাগের আরো খবর