২০২১-২২ মৌসুমে আয়ের দিক থেকে শীর্ষ অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে আমেরিকান ব্যবসা সাময়িকী ফোর্বস। বুধবার রাতে প্রকাশিত এ তালিকায় ১৩ কোটি ডলার (প্রায় ১১২০ কোটি টাকা) আয় করে সবার ওপরে আছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসি।
চলতি মৌসুমের শুরুতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। প্যারিসের ক্লাবটি থেকে বছরে পারিশ্রমিক ও বোনাস মিলিয়ে বছরে ৩ কোটি ডলার আয় তার। ফোর্বস জানিয়েছে, চলতি বছর মাঠ থেকে মেসির আয় সাড়ে ৫ কোটি ডলার। আর মাঠের বাইরে আডিডাস, পেপসি ও বাডওয়াইজারের মতো কোম্পানিগুলোর পণ্যদূত মেসির আয় সাড়ে ৭ কোটি ডলার।
তালিকার ২ নম্বরে আছেন আমেরিকান বাস্কেটবল তারকা লেব্রন জেমস। লস অ্যাঞ্জেলেস লেকার্সের এ ফরোয়ার্ডের আয় ১২ কোটি ১২ লাখ ডলার। মাঠের বাইরে থেকে তার আয় ৮ কোটি ডলার আর খেলা থেকে তিনি পেয়েছেন ৪ কোটি ১২ লাখ ডলার।
লেব্রনের পর তিন নম্বরে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালডো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা এ ফরোয়ার্ড চলতি মৌসুমে আয় করেছেন ১১ কোটি ৫০ লাখ ডলার।
চার নম্বরে আছেন মেসি পিএসজি সতীর্থ ও ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। মাঠ ও মাঠের বাইরে সব মিলিয়ে তার আয় সাড়ে ৯ কোটি ডলার।
তালিকার ৫ নম্বরে আছেন আরেক বাস্কেটবল গ্রেট স্টেফ কারি। গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সে খেলা আমেরিকান এ তারকার আয় ৯ কোটি ২৮ লাখ ডলার।
কারির পর আছেন আরেক বাস্কেটবল তারকা কেভিন ডুরান্ট। ৭ নম্বরে আছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। ৮-এ রয়েছেন বক্সার কানেলো আলভারেজ ও ৯ নম্বরে আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্রেডি।
শীর্ষ দশের সবশেষ স্থানটি গ্রিক বাস্কেটবল খেলোয়াড় ইয়ানিস আন্টেটুকুম্পোর।