বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইউভেন্তাসকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ইন্টারের

  •    
  • ১২ মে, ২০২২ ১২:৫৪

ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্তাসকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। দলের হয়ে ফাইনালে জোড়া গোল করেন ইভার পেরিসিচ। একটি করে গোল এসেছে নিকোলো বারেল্লা ও হাকান চালহানোলুর পা থেকে।

ইতালিয়ান সেরি আয় শিরোপা লড়াইয়ে টিকে আছে ইন্টারনাৎসিওনাল। মৌসুম শেষ হওয়ার আগে ঘরোয়া আরেকটি টুর্নামেন্টের শিরোপার স্বাদ পেয়েছে ইন্টার।

ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্তাসকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ইন্টার। দলের হয়ে ফাইনালে জোড়া গোল করেন ইভার পেরিসিচ। একটি করে গোল এসেছে নিকোলো বারেল্লা ও হাকান চালহানোলুর পা থেকে।

রোমের অলিম্পিক স্টেডিয়াম ম্যাচের ৬ মিনিটে ইউভেন্তাসকে ধাক্কা দেন নিকোলো বারেল্লা। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে ছিল ইন্টার।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে আসে ইউভেন্তাস। দুসান ভ্লায়োভিচ ও আলেক্স সান্দ্রোর গোলে দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিটের মধ্যে লিড নিয়ে নেয় ইউভে।

৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পায় ইন্টার। নিজেদের বক্সে লাউতারো মার্তনেসকে ফাউল করেন ইউভের ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পট থেকে ভুল করেননি চালহানোলু।

বাকি সময়ে আর গোল না হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৯ মিনিটে পেরিসিচের আরেকটি পেনাল্টিতে গোল এগিয়ে যায় ইন্টার।

এর তিন মিনিট পর পেরিসিচের দ্বিতীয় গোলে শিরোপা নিশ্চিত হয় ইন্টারের।

ম্যাচ শেষে জয়ের নায়ক পেরিসিচ ইতালিয়ান সংবাদমাধ্যম মেডিয়াসেটকে বলেন, তার দল কখনই হাল ছেড়ে দেয়নি।

পেরিসিচ যোগ করেন, ‘২-১ গোলে পিছিয়ে থাকার সময়েও আমার বিশ্বাস ছিল যে আমরা জিতব। ১০ থেকে ১৫ মিনিট মনোযোগ হারিয়েছি। তারপরই আবারও লড়াইয়ে ফিরেছি। জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

এ বিভাগের আরো খবর